ফেইসবুক এবার ১৪ মার্কিন অ্যাটর্নি জেনারেলের তোপের মুখে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2021 04:22 PM BdST Updated: 15 Oct 2021 04:22 PM BdST
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
টিকা বিরোধী প্রচারণা এবং মিথ্যাচার প্রসঙ্গে এবার ১৪ মার্কিন অ্যাটর্নি জেনারেলের তোপের মুখে পড়েছে ফেইসবুক। সামাজিক মাধ্যমটিতে টিকা বিরোধী কন্টেন্টের প্রকাশকরা বাড়তি সুবিধা পেয়েছে কি না, সেটি জানতে চেয়ে মার্ক জাকারবার্গের কাছে চিঠি পাঠিয়েছেন ওই ১৪ অ্যাটর্নি জেনারেল।
সাবেক ফেইসবুক কর্মী ফ্রান্সেস হাউগেনের সিনেট সাক্ষ্যের সূত্র ধরে অনুসন্ধানে নেমেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেলরা। সম্প্রতি মার্কিন সিনেটের একটি সাবকমিটির কাছে হাউগেন অভিযোগ তোলেন-- বিশেষ ব্যক্তিদের বাড়তি খাতির করে ফেইসবুক। এ ছাড়াও ফেইসবুকের বিরুদ্ধে মুনাফার লোভে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা অগ্রাহ্য করা, আর্থিক লাভের দৃষ্টিকোণ থেকে তৈরি করা অ্যালগরিদমের ফলে সামাজিক বিভক্তি বাড়িয়ে সহিংসতার পথ প্রশস্ত করা এবং গণতন্ত্রকে দুর্বল করায় অ্যালগরিদমের ভূমিকা রাখার অভিযোগ তুলেছেন হাউগেন।
ফেইসবুকের বিশাল সংখ্যক অভ্যন্তরীণ নথিপত্র ও গবেষণা প্রতিবেদন সংগ্রহ করেছিলেন সাবেক কর্মী হাউগেন। তার একটা বড় অংশ তিনি তুলে দেন মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের হাতে। ওয়াল স্ট্রিট জার্নাল ওই নথিপত্র বিশ্লেষণ করে জানিয়েছিলো, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে খাটে না ফেইসবুকের কন্টেন্ট মডারেশন নীতিমালা। বরং, সেলিব্রেটি এবং রাজনীতিবিদদের জন্য ‘ক্রস-চেক’ নামের পৃথক একটি ব্যবস্থা কার্যকর রেখেছে ফেইসবুক।
রয়টার্স জানিয়েছে, ফেইসবুক কাণ্ডারী মার্ক জাকারবার্গের উদ্দেশ্যে ১৪ মার্কিন অ্যাটর্নি জেনারেল চিঠি পাঠিয়েছেন বুধবার। ফেইসবুক বিশেষ ব্যক্তিদের জন্য আলাদা তালিকা বানিয়ে রেখেছে এবং তাদের বাড়তি খাতির করা হচ্ছে-- এমন খবর নিয়ে তারা “অত্যন্ত চিন্তিত” বলে লিখেছেন অ্যাটর্নি জেনারেলরা। কথিত ‘ডিসইনফর্মেশস ডজন’ ওই তালিকার অন্তর্ভূক্ত কি না, সেটাও জানতে চেয়েছেন তারা।

ছবি: রয়টার্স
মার্কিন ‘যুক্তরাষ্ট্রের সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট’ ওই চিহ্নিত ‘ডিসইনফর্মেশন ডজন’-কে আখ্যা দিচ্ছে টিকা বিরোধী ১২ জন হিসেবে। বলা হচ্ছে, সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়া সকল টিকা বিরোধী কন্টেন্টের দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ওই ১২ জন।
তবে ফেইসবুক ওই ১২ জনের সঙ্গে সংশ্লিষ্ট তিন ডজন পেইজ, গ্রুপ এবং অ্যাকাউন্ট (ফেইসবুক ও ইনস্টাগ্রাম) মুছে দেওয়ার দাবি করেছিলো আগেই। সংশ্লিষ্ট ওয়েবসাইট ডোমেইনের উপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ফেইসবুক, টুইটার, এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যমগুলোতে কোভিড-১৯ ও টিকা নিয়ে ভুয়া প্রচারণা ও মিথ্যাচার বেড়েছে আনুপাতিক হারে। এই ধরনের কন্টেন্ট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে আইনপ্রণেতা ও গবেষকরা ফেইসবুকের কঠোর সমালোচনা করছেন বেশ কিছুদিন ধরেই।
জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমগুলো করোনা ভাইরাসের টিকা নিয়ে ভুয়া খবর নিজস্ব প্ল্যাটফর্মে ছড়াতে দিয়ে “মানুষ মারছে”।
-
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ
-
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগরাওয়াল
-
উৎক্ষেপণ রেকর্ড আবার ভাঙতে যাচ্ছে স্পেসএক্স
-
জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!
-
লাইভস্ট্রিমিং সেবায় নজর দেবে নেটফ্লিক্স?
-
অস্ট্রেলীয় সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের অভিযোগে’ ফেইসবুক
-
শেষ পর্যন্ত আইফোনে ইউএসবি-সি পোর্ট আনবে অ্যাপল?
-
চিপ উৎপাদন ফি ২০ শতাংশ বাড়াতে পারে স্যামসাং
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নীচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়