ব্লকের বদলে অনুসারী ‘সরিয়ে দেওয়া’র সুবিধা আনলো টুইটার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2021 05:05 PM BdST Updated: 12 Oct 2021 05:05 PM BdST
সব টুইটার ব্যবহারকারীই এখন থেকে অনাকাঙ্ক্ষিত অনুসারীকে ব্লক না করে সরিয়ে দিতে পারবেন অ্যাকাউন্ট থেকে। সেপ্টেম্বরে বিকল্পটির পরীক্ষা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। অক্টোবর থেকে সবার জন্যই উন্মুক্ত হয়েছে এ সুবিধা।
কোনো অনুসারীকে এভাবে নিরবে সরাতে চাইলে টুইটার ব্যবহারকারীদের নিজ প্রোফাইল থেকে ফলোয়ার ট্যাবে যেতে হবে। এরপর ক্লিক করতে হবে ওই অনুসারীর নামের পাশে থাকা তিনটি ডট চিহ্নিত মেনুতে। এরপর নির্বাচন করে দিতে হবে ‘রিমুভ দিস ফলোয়ার’ অপশনটি।
এর মাধ্যমে প্ল্যাটফর্মে হয়রানি কমাতে চাইছে টুইটার। অনেক সময় কোনো ব্যবহারকারীকে ব্লক করলে দেখা যায়, তার বন্ধুরা বা সে নিজেই দ্বিতীয় কোনো অ্যাকউন্ট থেকে আক্রমণ করে বসেছে। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, এর পরিবর্তে নিরবে তাদেরকে বাদ দিলে সে আশঙ্কা অনেকটাই কমে আসে।
তবে, এভাবে বাদ পড়া অনুসারীরা ‘পাবলিক টুইট’ ঠিক-ই দেখতে পাবেন। সেটি থেকেও তাদের বাদ দিতে চাইলে শেস পর্যন্ত ব্লকের বিকল্প নেই।
টুইটার বর্তমানে ‘সেইফটি মোড’ নামে নতুন এক ফিচারও পরীক্ষা করছে। ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ‘সম্ভাব্য ক্ষতিকর ভাষা’ বাদ দিতে পারবেন। এ ছাড়াও প্রতিত্তর বাছাই ও সীমিত করে দেওয়ারও নতুন নতুন রাস্তা খুঁজছে মাইক্রোব্লগিং সাইটটি। প্রতিষ্ঠানটি যে হয়রানি প্রতিরোধকে বড় মাপে প্রাধান্য দিচ্ছে, গোটা বিষয়টি সে দিকেই ইঙ্গিত করছে।
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের