ফের বিভ্রাট কাটিয়ে অনলাইনে ফিরলো ফেইসবুকের সেবা

ফের দুই ঘণ্টার বিভ্রাটের কবলে পড়েছিল ফেইসবুকের সেবা। এ নিয়ে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি। এবারও মার্কিন এ সামাজিক মাধ্যম জায়ান্ট দোষ দিয়েছে ‘ত্রুটিপূর্ণ কনফিগারেশন’কে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2021, 08:46 AM
Updated : 9 Oct 2021, 08:46 AM

সর্বশেষ বিভ্রাটে ফেইসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং ওয়ার্কপ্লেস আক্রান্ত হয়েছিল বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে শুক্রবার ফেইসবুক বলেছে, “যারা গত কয়েক ঘণ্টায় আমাদের সেবায় প্রবেশ করতে পারেননি, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা সমস্যার সমাধান করেছি, এবং সবকিছু এখন স্বাভাবিক হয়ে আসার কথা।”  

গত সপ্তাহের সোমবার বড় মাপের বিভ্রাট কাটিয়ে অনলাইনে ফিরেছে ফেইসবুকের সেবা। প্রায় ছয় ঘণ্টা ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কোনো সেবাতেই লগইন করতে পারেননি শত কোটি ব্যবহারকারী। বিভ্রাটের সময়টিতে ফেইসবুক প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়েছিলেন প্রতিষ্ঠানটির কর্মীরাও।  

সাম্প্রতিক বিভ্রাট চলাকালে ব্যবহারকারীরা নিজেদের ইনস্টাগ্রাম ফিড লোড করতে পারেননি, অনেকে আবার ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে বার্তা আদান-প্রদান করতে পারেননি।

বিভ্রাট নিয়ে টুইটারে শেয়ার হয়েছে মিম। দ্বিতীয়বার সমস্যায় পড়ার কারণে কৌতুক করতেও ছাড়েননি অনেকে। যেমন, এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “দেখে মনে হচ্ছে ফেইসবুক তিন দিনের কর্মসপ্তাহ পালন করছে। সোমবার ও শুক্রবার শাটডাউন?”

ব্যবহারকারীদেরকে ধৈর্য এবং 'এ সপ্তাহের সব মিম'-এর জন্য  ইনস্টাগ্রাম ধন্যবাদ জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।