বিভ্রাট কাটিয়ে ৬ ঘণ্টা পর সচল ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2021 09:03 AM BdST Updated: 05 Oct 2021 12:22 PM BdST
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
-
বড় ধরনের বিভ্রাটে ছয় ঘণ্টা অচল থাকার পর ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ ফেইসবুকের সেবাগুলো আবার সচল হয়েছে।
Related Stories
বিশ্বের শীর্ষ এই সোশাল মিডিয়া কোম্পানি বলেছে, কনফিগারেশন পরিবর্তনে ত্রুটির কারণে তাদের এ দুর্যোগ পোহাতে হয়েছে।
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৯টার পর থেকে ফেইসবুকের ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামও এবং ফেইসবুকের অকুলাস প্ল্যাটফর্মও কাজ করছিল না। পরে ভোর পৌনে ৩টার দিকে এসব সেবা ফের চালু হতে শুরু করে।
প্রতিদিন দুইশ কোটির বেশি মানুষ ফেইসবুক ব্যবহার করেন। ইন্টারনেট ট্র্যাকার সাইট ডাউন ডিটেক্টর বলছে, ফেইসবুকের ইতিহাসে এত বড় মাত্রায় বিভ্রাট আর কখনও ঘটেনি।
২০১৯ সালেও বড় পরিসরে যান্ত্রিক জটিলতায় পড়েছিল ফেইসবুক। সেবারও রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে ওই বিভ্রাট হয়েছিল দাবি করে মূল কারণ আর ব্যাখ্যা করেনি এই সোশাল মিডিয়া কোম্পানি।
ফেইসবুকের একজন সাবেক কর্মীর বিস্ফোরক অভিযোগের পর এটা ছিল এ কোম্পানির জন্য দ্বিতীয় ধাক্কা। রোববার সেই সাবেক কর্মী অভিযোগ করেন, বিদ্বেষ ছড়ানো আর ভুয়া তথ্য মোকাবেলা করার চেয়ে লাভের দিকটাই বেশি দেখে আসছে ফেইসবুক।
রয়টার্স লিখেছে, বিভ্রাটের খবরে ফেইসবুকের শেয়ারের দর সোমবার এক ধাক্কায় ৪.৯ শতাংশ পড়ে গেছে। গতবছরের নভেম্বরের পর এটাই এক দিনে সবচেয়ে বড় পতন।
মঙ্গলবার এক বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, কনফিগারেশন পরিবর্তনে ত্রুটির কারণে এই বিপর্যয়ের সময় তাদের নিজেদের সিস্টেমেও কাজ করা কঠিন হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়েছে।
ফেইসবুক বন্ধ থাকার এই সময়ে ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়ার কোনো প্রমাণ মেলেনি বলেও আশ্বস্ত করা হয়েছে ওই বিবৃতিতে।
ওয়েবসাইট ও অ্যাপগুলো বন্ধ থাকায় ফেইসবুকের যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছিল টুইটার। রাতে এক টুইটে ফেইসবুক জানিয়েছিল, জটিলতা সারাতে তারা কাজ করছে।
পরে ফেইসবুক সচল হওয়ার খবরও তারা টুইটারে দিয়েছে। একই পথ অনুসরণ করেছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এই জটিলতার কারণে ব্যবহারকারীরা দুর্ভোগে পড়ায় ক্ষমাও চেয়েছে তারা।
To the huge community of people and businesses around the world who depend on us: we're sorry. We’ve been working hard to restore access to our apps and services and are happy to report they are coming back online now. Thank you for bearing with us.
— Facebook (@Facebook) October 4, 2021
To the huge community of people and businesses around the world who depend on us: we're sorry. We’ve been working hard to restore access to our apps and services and are happy to report they are coming back online now. Thank you for bearing with us.
— Facebook (@Facebook) October 4, 2021
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি