চলেই এসেছে উইন্ডোজ ১১, পিসি ‘কমপ্যাটিবল’ তো?

আগেই বলা হয়েছিল, পাঁচ অক্টোবর আসছে উইন্ডোজ ১১। সে সময় মেনেই ব্যবহারকারীর হাতে উইন্ডোজ ১১ পৌঁছে দেওয়া শুরু করবে মাইক্রোসফট। কিন্তু শর্ত রয়েছে, পিসি বা ল্যাপটপকে এটি ধারণের মতো উপযোগী হতে হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 12:55 PM
Updated : 4 Oct 2021, 12:55 PM

এ কাজের জন্য আগেভাগেই ‘পিসি হেলথ চেক’ টুল নিয়ে এসেছে মাইক্রোসফট। আদৌ পিসি’র হার্ডওয়্যার উইন্ডোজ ১১ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা পরীক্ষা করে জানানোই এ টুলের কাজ।

ফোর্বসের প্রতিবেদন বলছে, উইন্ডোজ আপডেটের মাধ্যমে অপারেটিং সিস্টেম আপগ্রেড করলে ‘কঠোরভাবে’ কিছু ‘রিকয়ারমেন্ট’ নিশ্চিত করতে হবে। এর প্রায় অনেকটাই জুড়ে রয়েছে পিসি’র হার্ডওয়্যার-- বিশেষ করে প্রসেসর সামঞ্জস্যপূর্ণ কি না সে বিষয়টি।

এ ছাড়াও মাদারবোর্ডের বায়োস-এ ‘টিএমপি ২.০’ নামের সিকিউরিটি অপশন চালু আছে কি না, তা-ও নিশ্চিত করতে হবে উইন্ডোজ ১১ আপডেটের আগে।

পিসি হেলথ চেকার না থেকে থাকলে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করা যাবে সহজেই। এরপর টুলটি ইনস্টল করে ‘চেক নাও’ অপশনে চাপতে হবে ব্যবহারকারীদের। সব ঠিক থাকলে সবুজ ব্যানার দেখাবে টুলটি। আর যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটি তুলে ধরবে।

ফোর্বস বলছে, অনেকেই একটি সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা হলো- বায়োসে ‘টিএমপি ২’ সচল থাকছে না। টিএমপি ২ মূলত নিরাপত্তা ফিচার এবং প্রায়শই এটি বায়োস-এ বা ইএফআই-তে বন্ধ অবস্থায় থাকে।

এটি চালু করে নেওয়া খুবই সহজ। পিসি হেলথ চেকার টুলেই এ ব্যাপারে নির্দেশিকা দেওয়া থাকবে। কিন্তু কোনো কারণে সে নির্দেশনা্ মেনেও সচল করে নিতে ব্যর্থ হলে সরাসরি বায়োস-এ প্রবেশ করে সচল করতে হবে এটি।

বায়োস-এ প্রবেশ করতে প্রথমে নিজ ডিভাইসটিকে রিস্টার্ট করতে হবে। ডিসপ্লে কালো হয়ে যাওয়ার পর কিবোর্ড থেকে চাপতে হবে ‘ডিলিট কি’। সাধারণত এভাবে বায়োস-এ প্রবেশ করা যায়।

বায়োস-এ প্রবেশের পর ‘অ্যাডভান্সড সেকশন’ বা ‘সিকিউরিটি’-তে মিলবে টিএমপি ২। যেমন- এএমডি প্রসেসর ভিত্তিক মাদারবোর্ডে ‘অ্যাডভান্সড’ এর অধীনে পাওয়া যায় ‘এএমডি এফটিপিএম কনফিগারেশন’। এটি খুঁজে পাওয়ার পর শুধু এটি চালু করে এবং পরিবর্তন সেভ করে বের হয়ে আসতে হবে। এ সময় অন্য কোনো সেটিংস পরিবর্তন না করার পরামর্শ দিয়েছে ফোর্বস।

ফোর্বস আরও জানিয়েছে, কোনো কারণে খুঁজে পেতে কষ্ট হলে নিজ মাদারবোর্ড বা ল্যাপটপ নির্মাতার ম্যানুয়েল বা ওয়েবসাইট থেকে এটির অবস্থান ও কীভাবে চালু করা যায় তা জেনে নেওয়া যাবে।

তবে, কিছু পুরোনো হার্ডওয়্যার সামঞ্জস্যপূর্ণ না-ও হতে পারে।