চিপ সঙ্কটের মুখেও বেড়েছে টেসলার বৈদ্যুতিক গাড়ির বিক্রি

এ বছরের তৃতীয় প্রান্তিকে দুই লাখ ৪১ হাজার তিনশ’ গাড়ি বিক্রি করেছে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা। হিসাবে গত প্রান্তিকের তুলনায় এক লাখ দুই হাজার গাড়ি বেশি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 12:41 PM
Updated : 3 Oct 2021, 12:41 PM

তবে, এতো গাড়ি বিক্রি করেও জেনারেল মোটর্সকে ছুঁতে পারেনি টেসলা। গত তিন মাসে জেনারেল মোটর্স বিক্রি করেছে চার লাখ ৪৬ হাজার নয়শ’ ৯৭টি গাড়ি। অবশ্য বছর-প্রতি-বছর হিসেবে গাড়ি বিক্রি কমছে জেনারেল মোটর্সের। এনগ্যাজটের প্রতিবেদন অনুসারে এই কমার হার ৩৩ শতাংশ।

গোটা গাড়ি শিল্প এখন চিপ সঙ্কটের মুখে রয়েছে। ভার্জের প্রতিবেদন বলছে, অন্যান্য নির্মাতারা যখন বৈশ্বিক চিপ সঙ্কট অনুভব করছে, সে সময়টিতে টেসলা ভিন্ন সিলিকন জোগাড় করেছে। নতুন উপাদানের সঙ্গে যাতে তাদের সফটওয়্যার কাজ করে, সে লক্ষ্যে নতুন করে কোড লিখেছে।

এ ছাড়াও সম্প্রতি নিজেদের জনপ্রিয় ‘মডেল ওয়াই’ ইউরোপের বাজারে বিক্রি শুরু করেছে টেসলা। তুলনামুলকভাবে চীনা বাজারেও এটি নতুন। ফলে প্রতিষ্ঠানটি প্রবৃদ্ধির জন্য যথেষ্ট সুযোগ পেয়েছে। -- মন্তব্য এনগ্যাজেটের।

এমনিতে খুব একটা ভালো সময় পার করছে না মার্কিন এ গাড়ি নির্মাতা। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড’ এর তদন্তের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর আগে চীনে প্রায় তিন লাখ গাড়ি ফিরিয়ে নিতে হয়েছিল টেসলাকে। এগুলো বাদেও পিছিয়ে গেছে প্রতিষ্ঠানটির ‘রোডস্টার’ ও ‘সাইবারট্রাক’ গাড়ি দুটির আসার তারিখ।