হয়ে গেল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ৪৮ ঘণ্টার হ্যাকাথন

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১’-এর অংশ হিসেবে হয়ে গেলো টানা ৪৮ ঘণ্টার হ্যাকাথন। হ্যাকাথনে অংশ নিয়েছে সারা দেশ থেকে নির্বাচিত ১২৫টি প্রকল্পের প্রতিনিধিরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 11:19 AM
Updated : 3 Oct 2021, 11:19 AM

১ অক্টোবর শুরু হয়েছিলো ৪৮ ঘণ্টার হ্যাকাথন। বাংলাদেশে স্থানীয় প্রতিযোগিতাটির আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস) জানিয়েছে, এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশ থেকে আট শতাধিক প্রকল্প জমা পড়েছিলো।

ছবি: বেসিস

অসম্পূর্ণ প্রকল্প বাতিল করার পর যাচাই-বাছাই শেষে ১২৫টি প্রকল্পের প্রতিনিধিরা ৪৮ ঘণ্টাব্যাপী হ্যাকাথনে অংশ নেয়। বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহ) ভার্চুয়ালি আয়োজিত এই প্রতিযোগিতা চলাকালে অর্ধশতাধিক মেন্টর অংশগ্রহণকারীদের ভার্চুয়ালি নির্দেশনা দেন।

ছবি: বেসিস

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১ । চ্যালেঞ্জের অংশ হিসেবে বাংলাদেশে স্থানীয় প্রতিযোগিতার আয়োজন ও তত্ত্বাবধান করছে বেসিস ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

৫ অক্টোবর বিকাল ৪টায় এক অনলাইন আয়োজনে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১’ এর স্থানীয় প্রতিযোগিতার পুরস্কার ঘোষণার কথা জানিয়েছে আয়োজক বেসিস। পুরস্কার প্রদান অনুষ্ঠান পরবর্তীতে অনুষ্ঠিত হওয়ার কথা বললেও এর দিনক্ষণ নিয়ে এখনও কোনো তথ্য মেলেনি।