মাস্ক বললেন, বাইডেন ‘বন্ধুসুলভ নন, ইউনিয়ন নিয়ন্ত্রিত’
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2021 04:39 PM BdST Updated: 29 Sep 2021 04:39 PM BdST
-
ছবি: রয়টার্স
আবারও বুঝি মার্কিন সরকার প্রধানকে এক হাত নিলেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। জো বাইডেন ও তার সরকার “সবচেয়ে বন্ধুসুলভ নয়” এবং “ইউনিয়ন নিয়ন্ত্রিত” বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি কোড কনফারেন্সে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন সরকারকে নিয়ে এই মন্তব্য করেন মাস্ক। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, অগাস্ট মাসে হোয়াইট হাউজে আয়োজিত বৈঠকে “দাওয়াত না পাওয়ার ক্ষোভ” ঝাড়লেন মাস্ক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের অনুকরণে প্রেসিডেন্ট বাইডেনকে বিদ্রুপ করে টুইট করেছিলেন এই আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা।
অগাস্ট মাসে মার্কিন অটোমোবিল শিল্পের শীর্ষ ব্যক্তিদের বৈঠকে ডেকেছিলো হোয়াইট হাউজ। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিলো বিদ্যুচ্চালিত যানবাহনের উৎপাদন কীভাবে আরও বাড়ানো যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফোর্ড, জেনারেল মোটর্স এবং স্টেলান্টিসের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। তবে বৈঠকে যোগ দেওয়ার দাওয়াত পায়নি বর্তমান বিশ্বে বিদ্যুচ্চালিত যানবাহনের শীর্ষ নির্মাতা টেসলা।
টেসলার কারখানা কর্মীরা কোনো শ্রমিক ইউনিয়নের সদস্য নন। এদিকে শ্রমিক ইউনিয়নের সমর্থক হিসেবে পরিচিতি আছে প্রেসিডেন্ট বাইডেনের। এটি হোয়াইট হাউজ বৈঠকে টেসলার অনুপস্থিতির একটি “কারণ হতে পারে” বলে মন্তব্য করেছে ভার্জ।
ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে নিজস্ব কারখানার শ্রমিকদের ইউনিয়ন গঠন ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখছে টেসলা। ২০১৯ সালে শ্রমিক ইউনিয়ন বিরোধী এক টুইটের জেরে শ্রম আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্তও হয়েছিলেন মাস্ক। অন্যদিকে, সময়-সুযোগ পেলেই টুইটারে প্রেসিডেন্ট জো বাইডেনকে বিদ্রুপ করে চলেছেন ইলন মাস্ক।
সম্প্রতি পর্যটকদের মহাকাশ থেকে ঘুরিয়ে এনেছে স্পেসএক্স। কিন্তু এই প্রসঙ্গে একেবারেই চুপ মেরে ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন কেন এমন একটি বিষয়ে মুখ খুলছেন না--এই প্রশ্নের উত্তরে মাস্ক টুইট করেছিলেন, “তিনি এখনও ঘুমাচ্ছেন”।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা বিদ্রুপ করতে জো বাইডেনের ডাকনাম দিয়েছিলেন “স্লিপি জো” বা “ঘুমন্ত জো”।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা