গ্যালাক্সি এস২২ আল্ট্রায় থাকতে পারে নোটের এস পেন স্লট

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা-তে দেখা মিলতে পারে নোটের এস পেন স্লটের। অন্তত তা-ই বলছে সম্প্রতি সামনে আসা এক তথ্য। আগামী বছর আসার কথা রয়েছে গ্যালাক্সি এস২২ ফোনগুলোর। এর মধ্যে একটি আল্ট্রা মডেলও থাকবে, গ্যালাক্সি নোট ২০ এর উত্তরসূরী হওয়ার কথা রয়েছে ফোনটির।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 06:12 PM
Updated : 26 Sept 2021, 06:12 PM

এ বছর কোনো গ্যালাক্সি নোট আনেনি স্যামসাং। এনগ্যাজেট বলছে, হয়তো সে অভাবই ঘুচবে গ্যালাক্সি এস২২ আল্ট্রার মাধ্যমে।

সম্প্রতি টিপস্টার ‘লেটসগোডিজিটাল’ কিছু রেন্ডার শেয়ার করেছে তাদের টুইটে। সেখান থেকেই নতুন গ্যালাক্সি এস২২ ফোনের নকশা সম্পর্কিত কিছু ধারণা মিলেছে। এস২২ আল্ট্রার নকশায়, এস পেন স্লট, আরও কম বৃত্তাকার কোণ দেখা গেছে বলে উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে।

 

ফোনটিতে চতুর্থ আরেকটি ক্যামেরার দেখা মিলবে বলেও উল্লেখ করেছে এনগ্যাজেট। কিন্তু কোন কোন ফাংশনালিটির দেখা মিলবে তা এখনও পরিষ্কার নয়।

অন্যান্য ফোনের নকশায় তেমন কিছু দেখা যায়নি বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইটটি। নকশা সঠিক হলে, ব্যবহারকারীরা এস২২ এবং এস২২ প্লাসে আদতে এস২১ এর মতোই বাহ্যিক নকশা দেখতে পাবেন, খুব একটা পার্থক্য চোখে পড়বে না। কিছুটা মসৃণ পৃষ্ঠ এবং খানিকটা পরিশোধিত ক্যামেরা বাম্প থাকতে পারে।

পরিবর্তন অধিকাংশই হবে অভ্যন্তরীণ। যেমন- গুজব সত্যি হলে সাধারণ এস২২ মডেলে মূল ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। থাকবে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপ বা স্যামসাংয়ের এক্সিনসের সমতুল্য কোনোটি।

এস২২ পরিবারের সঙ্গে স্যামসাং কবে পরিচয় করিয়ে দেবে, তা এখনও পরিষ্কার নয়। এ বছর অবশ্য এস২১ আনার দিনক্ষণ জানুয়ারিতে এগিয়ে নিয়ে এসেছিল দক্ষিণ কোরিয়ান জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতার পুনরাবৃত্তি ঘটলে কয়েক মাসের বেশি অপেক্ষা করতে হবে না আগ্রহীদেরকে -- মন্তব্য এনগ্যাজেটের।