এক্সবক্স-এ চলবে সর্বশেষ সংস্করণের এজ ব্রাউজার

সাধারণত ভিডিও গেইম কনসোলের ব্রাউজার খুব প্রাথমিক হয়ে থাকে। কিন্তু সম্প্রতি মাইক্রোসফটের নেওয়া এক উদ্যোগে তা বদলে গেছে। এক্সবক্স কনসোলে নিজেদের এজ ব্রাউজারের সর্বশেষ সংস্করণ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2021, 12:57 PM
Updated : 25 Sept 2021, 12:57 PM

ব্রাউজারটির মাধ্যমে ‘ক্রস-প্ল্যাটফর্ম ফাংশনালিটি’ পাবেন গেইমাররা। এ ছাড়াও কনসোলে চালাতে পারবেন ব্রাউজারভিত্তিক বিভিন্ন সেবা। এরকম উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে স্টেডিয়া ও ডিসকর্ড সেবা দুটির নাম। দুটি সেবাই এখন এক্সবক্সের এজ ব্রাউজার থেকে ব্যবহার করা যাবে।

তবে, ব্রাউজারে ঠিকমতো সেবা দুটি চললেও, অ্যাপের মতো সব ফিচার পাওয়া যাবে না। শিগগিরই স্টেডিয়া অ্যাপের দেখা পাওয়ার কোনো নিশ্চয়তাও মেলেনি। অন্যদিকে, ডিসকর্ড-ও এখনও কোনো অ্যাপ আনেনি কনসোলের জন্য।

কোনো ব্যক্তি সাইনড-ইন থাকা অবস্থায় এক্সবক্সের এজ ব্রাউজারের মাধ্যমে অন্য ডিভাইসের সঙ্গে শেয়ারের সুযোগ পাবেন। ফলে কনসোলে ট্যাব খুলে রেখে তা এজ ব্রাউজারের মাধ্যমে ডেস্কটপ বা ল্যাপটপে পাঠাতে পারবেন গেইমাররা।

ব্যবহারকারী সাইন ইন করার পর বুকমার্কস, ওয়েব হিস্ট্রি এবং সেটিংসও ভিন্ন ভিন্ন ব্রাউজারের মাধ্যমে সিঙ্ক করা যাবে। এ ছাড়াও আপডেটটিতে চোখে পড়বে মাউস সমর্থন।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন বলছে, এক্সবক্স ওয়ান, এক্সবক্স সিরিজ এস এবং এক্সবক্স সিরিজ এক্স -এ ব্যবহার করা যাচ্ছে মাইক্রোসফট এজ এর সর্বশেষ সংস্করণ।