‘ভাবমূর্তি উদ্ধার প্রকল্প’ অ্যামপ্লিফাই চালু জাকারবার্গের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2021 03:05 PM BdST Updated: 23 Sep 2021 03:05 PM BdST
-
ছবি: রয়টার্স
নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে নতুন রাস্তা নিয়েছে ফেইসবুক। ব্যবহারকারীকে নিউজ ফিডে নিজেদের সম্পর্কে ইতিবাচক সংবাদ দেখাচ্ছে সাইটটি।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, গোটাটিই অভ্যন্তরীণভাবে জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্প ‘প্রজেক্ট অ্যামপ্লিফাই’ এর অংশ। প্রকল্পটিতে আরও আক্রমণাত্মক পন্থা অনুসরণ করছে মার্কিন সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, প্রযুক্তি সংবাদ সাইট সিনেট বলছে, ধারাবাহিক কেলেঙ্কারির মুখে প্রকল্পটি হাতে নিয়েছিল ফেইসবুক। গত মাসে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গও সম্মতি দিয়েছেন এতে।
এ ব্যাপারে অবগত তিন সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, এ প্রকল্পের মূল ধারণা হলো ফেইসবুকে উপাদেয় সংবাদ আইটেম ছড়িয়ে দেওয়া – যার কোনো কোনোটি ফেইসবুকের নিজেরই তৈরি করা। এর মাধ্যমে নিজ ব্যবহারকারীদের কাছে ফেইসবুকের ভাবমূর্তি উদ্ধারের আশা করছে প্রতিষ্ঠানটি।
কিন্তু গোটা বিষয়টিই স্পর্শকাতর, কারণ নিজ ভাবমূর্তির ঘষামাজায় এর আগে কখনও নিউজ ফিডকে ব্যবহার করেনি ফেইসবুক। ফলে এরকম প্রস্তাবনায় বিস্মিত হয়েছিলেন বৈঠকে উপস্থিত একাধিক নির্বাহী - নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন সভায় উপস্থিত একজন।
তবে, নিউজ ফিডে পরিবর্তন আনা এবং জানুয়ারিতে কোনো বৈঠক হওয়ার কথা অস্বীকার করেছেন ফেইসবুক মুখপাত্র জো অসবর্ন। এক টুইটে তিনি বলছেন, ফেইসবুক নিউজ ফিড র্যাংকিংয়ে “শূন্য পরিবর্তন” এসেছে।
ফেইসবুককে ২০১৮ সালের কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারির পর থেকেই আইনপ্রণেতা ও নিয়ন্ত্রকদের চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে, নানাবিধ তদন্তের মুখেও পড়েছে প্রতিষ্ঠানটি। আদৌ প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ডেটা সুরক্ষায় যথেষ্ট করছে কি না তা নিয়েও রয়েছে প্রশ্ন।
উপরি হিসেবে অভিযোগ রয়েছে, মার্কিন নির্বাচন, করোনাভাইরাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যার সময় ভুল তথ্য ঠেকাতে যথেষ্ট করেনি ফেইসবুক।
গত সপ্তাহে আবার ওয়াল স্ট্রিট জার্নাল ফেইসবুকের অভ্যন্তরীন গবেষণা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে। ফের প্রভাব পড়েছে ফেইসবুকের ভাবমূর্তিতে। এগুলোর জবাবে ব্লগ পোস্ট প্রকাশ করেছে ফেইসবুক। সেখানে জানিয়েছে, প্রতিষ্ঠানের উদ্দেশ্যের “ইচ্ছাকৃত ভুল বৈশিষ্ট্যের অন্তর্ভুক্তি” রয়েছে সংবাদে।
সাম্প্রতিক গবেষণা কেলেঙ্কারির ব্যাপারে জাকারবার্গ ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফেইসবুক অ্যাকাউন্ট থেকে কিছু বলেননি।
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
-
হ্যাকারদের সঙ্গে যুদ্ধ চলছে: কোস্টা রিকার প্রেসিডেন্ট
-
রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গুগল
-
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চীনে বিটকয়েন মাইনিং চলছেই
-
মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি
-
ছাড় পাচ্ছেন না মাস্ক, সমঝোতা কার্যকরে চাপ দেবে টুইটার
-
ইউটিউব বা নেট বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই রাশিয়ার
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
-
হ্যাকারদের সঙ্গে যুদ্ধ চলছে: কোস্টা রিকার প্রেসিডেন্ট
-
রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গুগল
-
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চীনে বিটকয়েন মাইনিং চলছেই
-
মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪