রিয়েল এস্টেটে ঝুঁকেছে প্রযুক্তি প্রতিষ্ঠান, যোগ দিচ্ছে গুগলও

নিউ ইয়র্কের ম্যানহাটনে দুইশ’ ১০ কোটি ডলারের বিনিময়ে অফিস ভবন কেনার পরিকল্পনা করেছে গুগল। সাম্প্রতিক সময়ে দামি এলাকায় রিয়েল এস্টেটের পেছনে খরচ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ওই দলে যোগ দিচ্ছে গুগলও।

প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2021, 12:08 PM
Updated : 22 Sept 2021, 01:24 PM

গুগলের সেইন্ট জন’স টার্মিনাল সাইটের ওই চুক্তি আগামী বছরের প্রথম প্রান্তিক নাগাদ সম্পন্ন হয়ে যাবে, - মঙ্গলবার এক ব্লগ পোস্টে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা রুথ পোরাট। ২০২৩ সালের মধ্যবর্তী সময় নাগাদ ভবনটি খুলে দেওয়া হতে পারে বলেও আশা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের অফিস ভবনের কম মূল্যের সুযোগ নিচ্ছে শত শত কোটি ডলার নগদ রিজার্ভ থাকা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

গত বছরই ম্যানহাটনে ফিফথ অ্যাভিনিউ -এর ‘লর্ড অ্যান্ড টেইলর’ ভবন ৯৭ হাজার আটশ’ কোটি ডলারের বিনিময়ে বগলদাবা করেছে অ্যামাজন। ফেইসবুকও পিছিয়ে নেই, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ফেয়ারলি বিল্ডিং চুক্তিভিত্তিক ভাড়া নিয়েছে।

ম্যানহাটনে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন উপস্থিতি বাড়াচ্ছে, ঠিক সে সময়টিতেই অনেক প্রতিষ্ঠান অফিস ছেড়ে দিচ্ছে। মহামারীর কারণে সৃষ্ট বাসা-থেকে-কাজ নীতি অনুসরণ করছে তাদের কর্মীরা।

গুগলের অধিকাংশ কর্মীও বর্তমানে দূর থেকেই-কাজ করছে। প্রতিষ্ঠানটি নিজ কর্মীদের জন্য স্বেচ্ছায়-অফিসে-ফেরা নীতির সময় জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। 

উল্লেখ্য, এ বছরের মার্চে গুগল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে অফিস এবং ডেটা সেন্টারে সাতশ' কোটি ডলারের বেশি বিনিয়োগ করা হবে এবং এ বছরই অন্তত ১০ হাজার স্থায়ী কর্মী নেবে তারা।