নিজের ভুলেই ফাঁস অ্যামাজনের নতুন কিন্ডলের বিস্তারিত
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2021 05:10 PM BdST Updated: 21 Sep 2021 05:10 PM BdST
-
ছবি: অ্যামাজন
‘ফাঁস’ হয়ে গেছে নতুন প্রজন্মের কিন্ডল পেপারহোয়াইট ডিভাইসের বিস্তারিত। সম্প্রতি অ্যামাজন কানাডার ওয়েবসাইটে প্রকাশিত মূল্য ও বিস্তারিত তথ্য তুলনার একটি তালিকা থেকে মিলেছে নতুন কিন্ডলের বিভিন্ন তথ্য। ওই তালিকা অনুযায়ী, ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে নতুন পেপারহোয়াইটে।
বর্তমান বাজারে যে কিন্ডল পেপারহোয়াইট কিনতে পাওয়া যায়, তাতে আছে ৬ ইঞ্চির ই-ইংক ডিসপ্লে। ওই তালিকাটি ইতোমধ্যেই নিজস্ব ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে অ্যামাজন কানাডা।
প্রযুক্তিবিষয়ক সাইট গুডইরিডার ও ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন কানাডার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা তালিকায় দুটি নতুন কিন্ডল পেপারহোয়াইট ডিভাইসের কথা ছিল। এর একটির দাম ছিলো ১১৭ মার্কিন ডলার, এবং দ্বিতীয়টি ১৬৪ মার্কিন ডলার।
তবে দুটি মডেলের মধ্যে কেবল তুলনামূলক ব্যয়বহুলটিতেই আছে ওয়্যারলেস চার্জিং সুবিধা, বেশি ধারণক্ষমতা এবং পারিপার্শ্বিক অবস্থানের বিচারে ডিসপ্লের উজ্জ্বলতা কম-বেশি করার ফিচার।
ভার্জ জানিয়েছে, মুছে দেওয়া ওই তালিকায় সাশ্রয়ী মডেলটির ধারণক্ষমতা বলা হয়েছে ৮জিবি। কিন্তু তুলনামূলক ব্যয়বহুল ‘সিগনেচার এডিশন’-এ ৩২ জিবি স্টোরেজ সুবিধা থাকবে বলে উল্লেখ ছিলো। পেপারহোয়াইটের বর্তমান সংস্করণগুলোতেও মেলে একই স্টোরেজ সুবিধা। তিনশ’ পিপিআই-এর ডিসপ্লে রেজুলিউশনও আছে অপরিবর্তিত। তবে চলতি পেপারহোয়াইটগুুলোর ফ্রন্ট-লাইটের এলইডি’র সংখ্যা পাঁচ থেকে বেড়ে ১৭ হয়েছে এবং কিন্ডল ওয়েসিসের মতো কালার টেম্পারেচারও পরিবর্তনযোগ্য বলে জানিয়েছে দ্য ভার্জ।
তবে অ্যামাজনের প্রিমিয়াম ই-রিডার ওয়েসিসের বেশ কয়েকটি ফিচার নতুন দুই পেপারহোয়াইটে অনুপস্থিত-- জানিয়েছে ভার্জ। অ্যামাজন কানাডার ওই তালিকা অনুযায়ী, নতুন দুই পেপারহোয়াইটে নেই অটো-রোটেটিং পেইজ ওরিয়েন্টেশন ফিচার এবং বাহ্যিক পেইজ টার্ন বাটন।
অন্যদিকে, ডিভাইস দুটিতে কোন ধরনের ইউএসবি কানেক্টর ব্যবহৃত হয়েছে, সেই তথ্য উল্লেখ নেই ওই তালিকায়। ফলে অ্যামাজন এবারও মাইক্রো ইউএসবি নির্ভর ডিভাইস বানাচ্ছে নাকি ইউএসবি-সি পোর্টের ব্যবহার শুরু করছে- সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়।
সম্প্রতি ২০১৫ সাল থেকে উৎপাদিত সকল কিন্ডল মডেলের জন্য সফটওয়্যার আপডেট হিসেবে নতুন কিন্ডল ইন্টারফেইস উন্মুক্ত করেছে অ্যামাজন। নতুন আপডেটে যোগ হয়েছে নেভিগেশন বার যার মাধ্যমে ইচ্ছে মতো ডিভাইসের হোম স্ক্রিন থেকে লাইব্রেরি বা বইয়ে যাওয়ার সুবিধা পান পাঠক। সম্ভবত নতুন পেপারহোয়াইটে প্রিলোডেড ফিচার হিসাবে থাকবে নতুন ইন্টারফেইসটি।
অ্যামাজন নতুন ডিভাইসগুলো নিয়ে কবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে, বছরের শেষ নাগাদ নতুন ডিভাইস উন্মোচনের যে পুরনো ইতিহাস রয়েছে অ্যামাজনের, তার ভিত্তিতে ধারণা করা যেতে পারে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে নতুন দুটি ডিভাইস নিয়ে।
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়