চার জেলায় চালু হলো শাওমির নতুন চার সার্ভিস সেন্টার

নতুন চারটি বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে শাওমি। নতুন চালু করা সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর, সাভার, নোয়াখালী ও দিনাজপুরে অবস্থিত। নতুন চারটিসহ দেশে এখন শাওমির সার্ভিস সেন্টারের সংখ্যা ২৩টি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 12:12 PM
Updated : 16 Sept 2021, 05:13 PM

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘সেবা দেওয়ার সেই অংশ হিসেবেই আমাদের নতুন এই চারটি সার্ভিস সেন্টারের সংযোজন। অপেক্ষাকৃত দূরবর্তী এলাকাতে এসব সার্ভিস সেন্টার খোলার মাধ্যমে গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন।’

শাওমির নতুন সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর সদরের জনতার মোড়ের সামসুদ্দিন টাওয়ার, সাভারের শিমুলতলীর এমকে টাওয়ার, নোয়াখালীর চৌমহনীর করিমপুর রোডে মোরশেদ আলম কমপ্লেক্সে এবং দিনাজপুর স্টেশন রোডে গুলশান ট্রেড সেন্টারে অবস্থিত। এসব সেন্টার থেকে গ্রাহকরা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা নিতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়াও দেশব্যাপী শাওমির রয়েছে ৩৯টি কালেকশন পয়েন্ট। বর্তমানে আড়াই শতাধিক অথোরাইজড মি স্টোর, ৫০টি মি প্রেফারড পার্টনার স্টোর ও তিন হাজারেরও বেশি রিটেইল পয়েন্ট রয়েছে শাওমির।