লাইভ ব্লগ: অ্যাপল ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ ইভেন্ট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2021 11:09 PM BdST Updated: 15 Sep 2021 02:31 PM BdST
-
-
ছবি: অ্যাপ
অ্যাপল ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং ইভেন্ট নিয়ে লাইভ ব্লগ। পুরো আয়োজনের সরাসরি বর্ণনা যখন যেভাবে ঘটছে সরাসরি আপডেট হয়েছে ব্লগে।
বাংলাদেশ সময়: রাত ১২টা ০০ মিনিট
আইফোন ১৩ প্রো আসবে চারটি রঙে। ৩টি নতুন ব্যাক ক্যামেরায় আছে স্যাফায়ার লেন্স। ম্যাগসেইফ ফিচার সাপোর্ট করবে ১৩ প্রো। গ্রাফিক্স পারফর্মেন্স বাড়বে ৫০ শতাংশ।
আছে সুপার রেটিনা এক্সডিআর প্রোমোশন ডিসপ্লে। ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি-- এই দুই আকারের ডিসপ্লে থাকবে আইফোন ১৩ প্রো-তে। ৭৭ মিমি ফোকাল লেংথ সমতুল্য টেলিফটো লেন্স থাকবে এতে। ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে আইফোন ১৩-তে। পেশাদার ফটোগ্রাফারদের জন্য আছে ‘ফটোগ্রাফিক স্টাইলস’ ফিচার। “পেশাদার মানের” ভিডিও ধারণ করা যাবে। শিগগিরই আসছে ‘প্রো-রেজ’ ভিডিও ফিচার।
১৩ প্রো এর দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে। মেমোরি থাকবে এক টেরাবাইট পর্যন্ত।
বাংলাদেশ সময়: রাত ১১টা ৫০ মিনিট
আইফোন ১৩: স্ক্রিনে আছে সিরামিক শিল্ড। বাজারে আসবে পাঁচটি রঙে, আছে অ্যালুমিনিয়াম ফ্রেম। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে রিসাইকেল বান্ধব উপাদান। আইফোন ১৩ এবং ১৩ মিনিতে থাকবে এ১৫ বায়োনিক চিপ। আরও থাকবে ৬ কোরের সিপিইউ, ৪ কোরের জিপিইউ, ১৬ কোরের নিউরাল ইঞ্জিন। আছে থ্রিডি ম্যাপ সুবিধা। জোর দেওয়া হয়েছে মেশিন লার্নিং প্রযুক্তিতে।
৪৭% বেশি আলো নিতে পারবে আরও উন্নত ডুয়াল ক্যামেরা সিস্টেম। কম আলোতে দ্রুত ছবি তোলা যাবে। ভিডিও ধারণের জন্য থাকবে নতুন সিনেমাটিক মোড। রিয়াল টাইম অটোফোকাস সুবিধা থাকবে সিনেমাটিক মোডে। ডলবি ভিশন এইচডিআর মোডে ভিডিও রেকর্ড করা যাবে।
৫জি সংযোগ সুবিধা থাকবে নতুন আইফোন ১৩-তে। বেড়েছে ব্যাটাটি লাইফ। আছে ম্যাগসেইফ ফিচার। আইফোন মিনির দাম হবে ৬৯৯ ডলার। সর্বনিম্ন ১২৮ গিগাবাইট মেমোরি থাকবে।
বাংলাদেশ সময়: রাত ১১টা ৪০ মিনিট
নতুন আইফোনের ঘোষণা দিচ্ছেন টিম কুক।
বাংলাদেশ সময়: রাত ১১টা ২৫ মিনিট
নতুন সিরিজ ৭ অ্যাপল ওয়াচ: বড় স্ক্রিন থাকবে। ৪০ শতাংশ পাতলা আগের মডেলের তুলনায়। ৭০ শতাংশ বেশি উজ্জ্বল হবে স্ক্রিন। পুরো কোয়ার্টি কিবোর্ড থাকবে, থাকবে আরও টেকসই স্ক্রিন। ১৮ ঘণ্টা চলবে একবারের চার্জে। ৩৩% শতাংশ দ্রুত চার্জ হবে। আসবে পাঁচটি নতুন রঙে।
বাংলাদেশ সময়: রাত ১১টা ১৫ মিনিট
নতুন আইপ্যাড মিনিতে সিপিইউ-এর গতি হবে ৪০% শতাংশ বেশি এবং জিপিইউ-এর গতি হবে ৮০ শতাংশ বেশি। থাকবে আইওএস ১৫ এবং নতুন অটো ট্রান্সলেট অ্যাপ। ইউএসবি সি-পোর্ট থাকবে, ১০গুণ বেশি গতি পাবে। ৫জি সুবিধা থাকবে আইপ্যাড মিনিতে।
সামনে-পিছনে থাকবে নতুন ক্যামেরা (১২ মেগাপিক্সেল)। আইপ্যাড মিনিতেও থাকবে ‘সেন্টার স্টেজ’। দ্বিতীয় প্রজন্মের অ্যাপল পেন্সিল থাকবে এতে। বাজারে আসবে চারটি রঙে। দাম হবে ৪৯৯ ডলার, বাজারে আসবে আগামী সপ্তাহেই।
বাংলাদেশ সময়: রাত ১১টা ১০ মিনিট
নতুন আইপ্যাড: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেলোডি কুনা কথা বলছেন আইপ্যাড ওএস নিয়ে।
আছে নতুন এ১৩ বায়োনিক চিপ। থাকবে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা । আইপ্যাড ওএস ১৫ থাকবে। ৩২৯ ডলার দাম হবে। সর্বনিম্ন ৬৪ গিগাবাইট মেমোরি চিপ থাকবে এতে। আগামী সপ্তাহেই বাজারে আসবে নতুন আইপ্যাড।
বাংলাদেশ সময়: রাত ১১টা ০৫ মিনিট
মঞ্চে টিম কুক। বলছেন অ্যাপল টিভি প্লাসের একাধিক নতুন অনুষ্ঠান নিয়ে।
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
-
ডিজিটাল সম্পদ উদ্যোক্তা হলে করমুক্তি মিলবে রাশিয়ায়
-
পিসি গেইমিংয়ের জন্য ইনজোনের নতুন পণ্য আনছে সনি
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ