‘প্রতিজ্ঞা’ ভেঙে হংকং কর্তৃপক্ষকে ডেটা দিয়েছে গুগল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2021 06:04 PM BdST Updated: 12 Sep 2021 06:04 PM BdST
-
ছবি- রয়টার্স
গত বছরের জুনে নতুন নিরাপত্তা আইন প্রণয়ন করে চীন সরকার। এরপর হংকং কর্তৃপক্ষের ডেটা চাওয়ার অনুরোধে আর সাড়া না দেওয়ার প্রতিজ্ঞা করেছিল গুগল। কিন্তু সম্প্রতি ইঙ্গিত মিলেছে সে প্রতিজ্ঞা একাধিকবার ভাঙার।
হংকং ফ্রি প্রেসের প্রতিবেদন বলছে, গুগলের কাছে ৪৩টি অনুরোধ এসেছিল হংকং কর্তৃপক্ষের কাছ থেকে। গুগল এর মধ্যে তিনটি অনুরোধে সায় দিয়ে “কিছু ডেটা” দিয়েছে গত বছরের দ্বিতীয়ার্ধে। এর মধ্যে একটি পরিস্থিতিতে জীবন শঙ্কা ছিলো এবং অন্য দুটির সঙ্গে মানব পাচারের সংশ্লিষ্টতা ছিলো।
মার্কিন এ সার্চ জায়ান্ট জানিয়েছে, মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অনুরোধ দুটি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জড়িত নয়। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ডেটা হস্তান্তর অনুরোধ দুটি এ ব্যাপারে গুগলের বৈশ্বিক নীতি ও অনুসন্ধানী পরোয়ানার মাধ্যমে সমর্থিত।
তিন অনুরোধের কোনোটাতেই কন্টেন্ট হস্তান্তর করা হয়নি। তবে, ‘ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের’ সঙ্গে চুক্তি মেনেও অনুরোধ তিনটি করা হয়নি। গুগল আগে বলেছিল, অনুরোধ করার ক্ষেত্রে এ বিষয়টি থাকতে হবে।
চুক্তির মাধ্যমে অনুরোধ না জানানো সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়। কারণ চুক্তির মাধ্যমে অনুরোধ করলে ডেটা পেতে কয়েক মাস সময় লাগতো। ফলে, জরুরি নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট অনুরোধের ক্ষেত্রে ওই প্রক্রিয়া প্রযোগ করাটা বাস্তবিক হতো না। -- মন্তব্য এনগ্যাজেটের।
সাইটটি আরও বলেছে, গুগল ও অন্যান্য প্রযুক্তি জায়ান্ট নিরাপত্তা আইন প্রশ্নে চীনে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, মূলত তা-ই উঠে এসেছে এ ঘটনায়। হংকং সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া ছাড়া অনুরোধ একেবারে রক্ষা না করা হয়তো কঠিন হবে তাদের জন্য।
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ