টুইটারে নতুন ফিচার: নিজেই পরিচয় দেবে বট অ্যাকাউন্ট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2021 07:14 PM BdST Updated: 10 Sep 2021 07:14 PM BdST
বট অ্যাকাউন্টের ‘ভালো-মন্দ’ বিচার সহজ করে দিতে নতুন ফিচার চালু করছে টুইটার। এর মাধ্যমে অ্যাকাউন্টে আলাদা লেবেল জুড়ে দিয়ে ‘ভালো’ বট অ্যাকাউন্টগুলো নিজেই নিজের পরিচয় দিতে পারবে।
টুইটার বলছে, কোনো মানব ব্যবহারকারী দ্বারা পরিচালিত নয়, এমন অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে মাইক্রোব্লগিং সাইটটির সেবা গ্রাহকরা আরও বেশি প্রাসঙ্গিক তথ্য চান বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
সামাজিক মাধ্যমটি ওই কথিত ‘গুড বট’ অ্যাকাউন্টের একাধিক উদাহরণও দিয়েছে, যার মধ্যে আছে কোভিডের টিকা বিষয়ক তথ্য, ভূমিকম্প বিষয়ক তথ্য এবং জাদুঘরের তথ্য প্রচারকারী অ্যাকাউন্ট।
নতুন ফিচারটি ওই ‘ননহিউম্যান অ্যাকাউন্ট’গুলোর জন্য বাধ্যতামূলক হবে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। তবে প্রতিষ্ঠানের নীতিমালা ভঙ্গকারী ভুয়া অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে আপোষহীন থাকবে টুইটার।
সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়ানোয় বহুল ব্যবহারের জন্য বেশি পরিচিত, তাই ‘বট অ্যাকাউন্ট’ শুনলেই চোখ বাঁকান বেশিরভাগ ব্যবহারকারী। অন্যান্য প্রতিষ্ঠানের মতো টুইটারের জন্যেও বড় মাথা ব্যথার কারণ ওই অ্যাকাউন্টগুলো।
২০২০ সালে কার্নেগি মেলন ইউনিভার্সিটি এক গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানায়, বিভিন্ন সামাজিক মাধ্যমে যে টুইটার অ্যাকাউন্টগুলো করোনা ভাইরাস মহামারী নিয়ে খবর ছড়াচ্ছে তার অন্তত অর্ধেক স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট হতে পারে।
গত কয়েক বছরে টুইটার কয়েক লাখ বট অ্যাকাউন্ট মুছে দিয়েছে বলে জানিয়েছে ভার্জ। তবে ওই স্বয়ংক্রিয় অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু অ্যাকাউন্ট পুরো প্ল্যাটফর্মে ইতিবাচক ভূমিকাও রাখছে।
টুইটারের উল্লেখিত ‘গুড বট’ অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিকোতে ভূমিকম্প হলেই লাইভ টুইট করে। নিউ ইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়ামে হয়ে জনসাধারণের শিল্পকর্ম নিয়ে টুইট করে আরেকটি অ্যাকাউন্ট।
মে মাসেই নতুন ফিচারের প্রিভিউ দেখিয়েছিলো টুইটার। প্রতিষ্ঠানটি বলেছিলো, ব্যবহারকারীদের আরও বেশি তথ্য দিয়ে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট আর সাধারণ মানুষের পরিচালিত অ্যাকাউন্টগুলোর পার্থক্য চিহ্নিত করা সহজ করবে ফিচারটি।
প্রতিষ্ঠানটি বলছে, ‘লেবেল’গুলোর ফলে বট অ্যাকাউন্টগুলোর নির্ভরযোগ্যতা এবং স্বচ্ছতা বাড়বে। প্রথমে নির্দিষ্ট সংখ্যক ডেভেলপার অ্যাকাউন্টের জন্য ফিচারটি চালু করবে টুইটার। চলতি বছরের মধ্যেই সব ডেভেলপারের জন্য চালু হবে ফিচারটি।
তবে ওই বট অ্যাকউন্টগুলোর মালিকরা আদৌ ওই ‘লেবেল’ লাগাতে আগ্রহী হবেন কি না, অ্যাকাউন্টগুলো যে সরাসরি কোনো মানুষ চালাচ্ছেন না সেটি ফলোয়ারদের কাছে উন্মুক্ত করতে চাইবেন কি না-- এই প্রশ্নগুলোর এখনও কোনো সোজা উত্তর নেই বলে মন্তব্য করেছে দ্য ভার্জ।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার