দেনা শোধে আরও শত কোটি ডলারের ঋণ খুঁজছে টিকটক নির্মাতা
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2021 06:43 PM BdST Updated: 08 Sep 2021 06:43 PM BdST
-
ছবি: রয়টার্স
চলমান দেনার বোঝা কমাতে নতুন করে আরও ঋণ নিতে চাইছে বিতর্কিত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স। নতুন করে তিনশ’ কোটি ডলার ঋণের খোঁজে ওয়াল স্ট্রিটের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে চীনা প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আপাতত বাজারের কম সুদের হারের সুযোগ নিয়ে পুরানো দেনা মেটাতে চাইছে প্রতিষ্ঠানটি। তবে নতুন ঋণে সুদের হার, পরিশোধের সময়সীমা এবং ঋণের পরিমাণের মতো বিষয়গুলো এখন আলোচনাধীন আছে।
আর্থিক চুক্তির বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় নাম গোপন রেখেছেন রয়টার্সের সূত্র। অন্যদিকে এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে আছে বাইটড্যান্স।
তবে, প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ইনফর্মেশন বলছে, শুধু দেনা শোধ করার তহবিলের খোঁজে নয়, পাশাপাশি বৈশ্বিক বাজারে ব্যবসা প্রসারের তহবিলসহ মোট চারশ’ থেকে পাঁচশ’ কোটি ডলার ঋণের সম্ভাবনা যাচাই করতে একাধিক ব্যাংকের সঙ্গে আলোচনায় বসেছে বাইটড্যান্স।
চলতি বছরের শুরুতেই গোপন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জনিয়েছিলো, বাইটড্যান্স পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশের বিষয়টি বিবেচনা করছে। আপাতত এমন কোনো পরিকল্পনা নেই বলে এপ্রিল মাসে পাল্টা খবর দেয় প্রতিষ্ঠানটি।
২০১৩ সালে একশ ৩০ কোটি ডলারের ঋণ নিয়েছিলো বাইটড্যান্স, যার সময়সীমা ২০২২ সালের এপ্রিলে শেষ হবে। ১২টি ব্যাংকের এক সিন্ডিকেট থেকে ওই ঋণ পেয়েছিলো প্রতিষ্ঠানটি। ব্যাংকগুলোর তালিকায় আছে, গোল্ডম্যান স্যাকস, জেপি মর্গ্যান, মর্গ্যান স্ট্যানলি, ইউসিএস, ব্যাংক অফ চায়না এবং চায়না মার্চেন্ট ব্যাংক।
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন