অ্যাপলের দিনক্ষণ ঘোষণা, আসতে পারে আইফোন, অ্যাপল ওয়াচ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2021 01:06 PM BdST Updated: 08 Sep 2021 01:06 PM BdST
-
ছবি: অ্যাপ
সেপ্টেম্বরের ১৪ তারিখে অনুষ্ঠিত হবে অ্যাপলের পরবর্তী আয়োজন। অনুষ্ঠানে উন্মোচিত হতে পারে অ্যাপল ওয়াচ সিরিজ ৭, আইফোন ১৩ এর মতো প্রযুক্তি পণ্যগুলো।
মঙ্গলবার আয়োজন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অ্যাপল। কোভিড-১৯ মহামারীর মুখে গত দেড় বছরের সব আয়োজনের মতো এবারের আয়োজনও পুরোপুরি অনলাইনে অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের ১৪ তারিখ বাংলাদেশ সময় রাত ১১টায় আয়োজন শুরু করবে অ্যাপল।
এবারের আয়োজনের আমন্ত্রণে ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ শব্দ দুটি উল্লেখ করেছে অ্যাপল। আমন্ত্রণে দেখা গেছে, নিয়ন আলো সম্বলিত এক অ্যাপল লোগোর ভেতরে ও আশপাশে পর্বতমালার আকৃতি ফুঁটে উঠতেও। আমন্ত্রণের একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছেন অ্যাপলের বৈশ্বিক বিপণন প্রধান গ্রেগ জশইয়াক।
We’re California Streaming on September 14th. See you real soon. #AppleEvent pic.twitter.com/OjOvJFXlHd
— Greg Joswiak (@gregjoz) September 7, 2021
অ্যাপলের সেপ্টেম্বরের এ আয়োজনকে চলতি বছরে প্রতিষ্ঠানটির সবচেয়ে জমকালো আয়োজন হিসেবে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। এ আয়োজনের মধ্য দিয়ে অ্যাপল ছুটির মৌসুমের জন্য পণ্য লাইনআপ সাজিয়ে নেবে এমনটাই আশা করা হচ্ছে।
গত বছরের দ্বিতীয়ার্ধে নিজেদের তিনটি গুরুত্বপূর্ণ পণ্য আনার ঘোষণা দিয়েছিল অ্যাপল। পৃথকভাবে জানিয়েছিল নিজেদের নতুন অ্যাপল ওয়াচ, আইপ্যাড, আইফোন ও ম্যাক কম্পিউটারের ব্যাপারে। গোটা বিষয়টি অ্যাপলের বিক্রি সর্বোচ্চ মাত্রায় বাড়াতে এবং আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে রেকর্ড আয় পেতে সহায়তা করেছিল।
এ বছর অ্যাপল ঠিক কোন পণ্যের ঘোষণা দেবে বা গত বছরের মতো একাধিক আয়োজনের মধ্য দিয়ে ডিভাইস আনবে কি না, তা এখনও পরিষ্কার নয়। আইফোন ১৩ যে আসছে, সে বিষয়টি সম্পর্কে সবাই প্রায় নিশ্চিত। ধারণা করা হচ্ছে, অ্যাপল ওয়াচ ৭-এর দেখাও মিলতে পারে এ আয়োজনে।
এ শরতে অ্যাপল নিজেদের পরবর্তী প্রজন্মের হোম-মেড চিপের ঘোষণা দিতে পারে এমনটাও ধারণা করা হচ্ছে। গুজব রটেছে, নতুন ওই চিপের নাম হবে এম১এক্স এবং নতুন প্রযুক্তিটি অ্যাপলের আরও কম্পিউটারকে ইনটেলের চিপ নির্ভরশীলতা থেকে মুক্তি দেবে।
সিনেট মন্তব্য করেছে, আয়োজনে নতুন অগমেন্টেড রিয়ালিটি নিয়েও কথা বলতে পারে অ্যাপল।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ