জটিল নকশার কারণে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ উৎপাদনের দিন-তারিখই পিছিয়ে গেছে। সম্প্রতি সংশ্লিষ্ট সূত্ররা এ ব্যাপারে মুখ খুলেছেন গণমাধ্যমের কাছে।
Published : 01 Sep 2021, 06:05 PM
মঙ্গলবার জাপানি সংবাদমাধ্যম নিককেই –এ প্রকাশিত এক প্রতিবেদনের দাবি, গত সপ্তাহেই ছোট পরিসরে অ্যাপল ওয়াচের নির্মাণ কাজে হাত দেয় অ্যাপলের উৎপাদকরা। কিন্তু সন্তোষজনক উৎপাদন মান অর্জনে সমস্যা হচ্ছিল তাদের।
পরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় স্মার্টওয়াচের উৎপাদন। এ সময়টিতে আইফোন নির্মাতা ও সরবরাহকরা চেষ্টা করছেন সমস্যাটি ঠিক করে ফেলতে এবং বড় মাপের উৎপাদনে যাওয়ার আগে নকশাকে প্রত্যয়িত করতে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, আসন্ন সপ্তাহগুলোতে নতুন আইফোনের সঙ্গে স্মার্টওয়াচটি উন্মোচনের কথা ছিলো। কিন্তু বর্তমান জটিলতার মুখে উন্মোচনের পর বিক্রি পরিকল্পনা নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে অ্যাপল।
এ ব্যাপারে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হননি।