মূল অ্যাপেই ভয়েস ও ভিডিও কল সুবিধা আনছে ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2021 12:28 PM BdST Updated: 24 Aug 2021 01:41 PM BdST
-
ছবি- রয়টার্স
অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত ফোনে ‘অ্যান্ড্রয়েড অটো’ অ্যাপটির সেবা বন্ধ করে দিচ্ছে গুগল। ‘গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড’ তৈরি হয়ে যাওয়ার কারণেই বিদায় নিতে হচ্ছে অ্যান্ড্রয়েড অটোকে।
খুব শীঘ্রই হয়তো সরাসরি ফেইসবুকের মূল অ্যাপ থেকেই ভয়েস ও ভিডিও কল করা যাবে। মূল অ্যাপে এ বিষয়টি পরীক্ষা করে দেখছে ফেইসবুক। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর হাতে সুবিধাটি তুলে দিয়েছে মার্কিন এ সামাজিক মাধ্যম।
স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ মেসেঞ্জার না খুলেই ব্যবহারকারীরা যাতে কল করতে পারেন, সেটাই নিয়ে আসার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদন বলছে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের সেবাকেও এভাবে মূল অ্যাপে জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ফেইসবুকের।
শুরুতে ফেইসবুক ও মেসেঞ্জার সেবা একত্রেই ছিল। পরে ফেইসবুক দুটি সেবাকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ব্যবহারকারীদের ফেইসবুক ব্রাউজ করতে এবং মেসেজ পাঠাতে ও কল করতে দুটি অ্যাপ নামাতে হয়েছে এতোদিন।
ফেইসবুক অবশ্য অনেকদিন ধরেই নিজ মালিকানাধীন অ্যাপগুলোর মধ্যে ক্রস মেসেজিং সেবা চালুর চেষ্টা করছে। গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মধ্যে মেসেজিং সেবা দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। এতে করে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীরা বাড়তি কোনো অ্যাপ ডাউনলোড ছাড়াই একে অন্যকে খুঁজে পাচ্ছেন, মেসেজ পাঠাতে পারছেন, এমনকি প্রয়োজনে একে অন্যের সঙ্গে ভিডিও কলেও কথা বলতে পারছেন।
মূল অ্যাপে কল ও ভিডিও সেবা আনলেও মেসেঞ্জারের গুরুত্ব হয়তো আগের মতোই থাকবে। সোমবার এক ফেইসবুক মুখপাত্র ব্যবহারকারীদেরকে পরিপূর্ণ মেসেজিং, অডিও এবং ভিডিও কল অভিজ্ঞতার জন্য মেসেঞ্জার ব্যবহার অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।
কিছুদিন আগেই মেসেঞ্জারের ভয়েস ও ভিডিও কলের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা নিয়ে এসেছে ফেইসবুক। ফলে প্রেরক ও প্রাপক বাদে আর কারো পক্ষে মেসেঞ্জারের ভয়েস ও ভিডিও কল শোনা সম্ভব হবে না। এমনকি ব্যবহারকারীদের ভয়েস ও ভিডিও কল শুনতে পারবে না ফেইসবুক নিজেও।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’