অ্যাপলের হার্ডওয়্যার সরবরাহকারী কোয়ান্টা ও এসার-এর পর এবার র্যানসমওয়্যার আক্রমণের শিকার হয়েছে তাইওয়ানভিত্তিক পিসি নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। প্রতিষ্ঠানটি নিজেদের আইটি অবকাঠামো বন্ধ রাখার খবর নিশ্চিত করলেও, অল্প কয়েকটি সার্ভারে সাইবার আক্রমণের প্রভাব পড়েছে বলে দাবি করেছে।
Published : 09 Aug 2021, 04:46 PM
তবে, হ্যাকারদের আক্রমণ গিগাবাইটের দাবির থেকে গুরুতর ছিলো বলেই ধারণা করা হচ্ছে। অগাস্টের তিন থেকে চার তারিখের মধ্যে প্রতিষ্ঠানটি ওই সাইবার আক্রমণের শিকার হয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
গিগাবাইটের উপর ওই সাইবার আক্রমণের ঘটনায় ১১২ গিগাবাইট স্পর্শকাতর ডেটা বেহাত হয়েছে। এর মধ্যে আছে ইনটেল ও এএমডির চিপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি ডিবাগ নথি। ওই সাইবার আক্রমণের প্রভাব পড়েছে গিগাবাইটের সাপোর্ট পেইজ এবং তাইওয়ানের স্থানীয় পেইজে। বলা হচ্ছে, সাইবার আক্রমণের মূল হোতা ‘র্যানসমএক্সএক্স’ নামে হ্যাকারদের একটি দল।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে গিগাবাইট। তবে হ্যাকারদের দাবি মেটাতে মুক্তিপণ দেওয়া হবে কি না, সেই বিষয়ে কিছু বলেনি প্রতিষ্ঠানটি।
এনগ্যাজেট জানিয়েছে, ‘র্যানসমএক্সএক্স’-এর শুরু ২০১৮ সালে, ‘ডিফ্রে’ নামে। ২০২০ সালে নাম পাল্টে ফেলে হ্যাকারদের দলটি। এরপর থেকে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা আর প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর আক্রমণ বেড়েছে দলটির। ভুক্তভোগীর তালিকায় আছে ব্রাজিল সরকার, টেক্সাসের পরিবহন বিভাগ এবং ইকুয়েডরের সরকারি টেলিকম প্রতিষ্ঠান।
তবে অ্যাপলের হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান কোয়ান্টা এবং এসারের উপর সাইবার আক্রমণকারী দল ‘রিভিল’-এর সঙ্গে ‘র্যানসমএক্সএক্স’ এর কোনো সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হচ্ছে।
একদিকে প্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ডেটার মালিকানা, অন্যদিকে মুক্তিপণ দেওয়ার মতো যথেষ্ট ধনী হওয়ার কারণে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, -- মন্তব্য করেছে এনগ্যাজেট।