অগাস্টের শেষেই গুগল আনতে পারে পিক্সেল ৫এ ৫জি
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2021 07:09 PM BdST Updated: 08 Aug 2021 07:09 PM BdST
-
ছবি: গুগল
কয়েকদিন আগেই পিক্সেল ৬ এর কথা জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি যে পাশাপাশি পিক্সেল ৫এ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে সে ইঙ্গিতও মিলেছে। এ ব্যাপারে সম্প্রতি সামনে এসেছে নতুন তথ্য।
এর আগে ফাঁস হওয়া খবরের বক্তব্য ছিল, নতুন ফোনটি আদতে পুনরায় সাজানো পিক্সেল ৪এ ৫জি। এখন সামনে আসা নতুন তথ্য মিলছে সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট তথ্য ফাঁসকারী জন প্রসারের বরাত দিয়ে জানিয়েছে, পিক্সেল ৫ এর মতো একই ক্যামেরার দেখা মিলবে নতুন ডিভাইসে। দেখা মিলবে হেডফোন জ্যাকের, থাকছে আইপি৬৭ রেটিং-ও।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পিক্সেল ৫এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫জি ৫জি চিপসেট এবং ছয় গিগাবাইট র্যাম থাকবে। প্রসার বলছেন, চার হাজার ছয়শ’ ৫০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকলেও ডিভাইসটিতে কোনো তারবিহীন চার্জিং সমর্থন থাকবে না।
ধারণা করা হচ্ছে, ৬.৪ ইঞ্চি আকারের পর্দার দেখা মিলবে এবং শুধু ‘মোস্টলি ব্ল্যাক’ রংয়ে আসবে ফোনটি।
সাম্প্রতিক খবরে আরও উঠে এসেছে, অগাস্টের ২৬ তারিখেই ফোনটি আনতে পারে গুগল। এর দাম ধরা হবে সাড়ে চারশ’ ডলার।
গুগল এর আগে এপ্রিলে ৫জি সক্ষমতার পিক্সেল ৫এ তৈরির খবর জানিয়েছিল। প্রতিষ্ঠানটি আরও বলেছিল, শুরুতে শুধু জাপান ও যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ফোনটি এবং “গত বছরের এ সিরিজ ফোনের ব্যাপারে যখন ঘোষণা এসেছিল, সে সময়ের সঙ্গে মিল রেখে” নতুন ফোন আনবে প্রতিষ্ঠানটি।
গত বছরের সেপ্টেম্বরে পিক্সেল ৪এ এনেছিল গুগল। তাই অগাস্টে নতুন ফোন আনার খবরটি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গুগল ৫জি সক্ষমতা ছাড়ো কোনো পিক্সেল ফোন আসবে কি না তা এখনও জানা যায়নি।
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
-
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন জাকারবার্গ
-
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ‘নিখোঁজ ক্রিপ্টোরানী’
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন