হোয়াটসঅ্যাপে এলো ছবি ও ভিডিও গায়েবের ফিচার

একবার দেখার পর নিজে থেকেই ছবি ও ভিডিও মেসেজ অদৃশ্য হয়ে যাবে - সম্প্রতি এমন ফিচার নিয়ে এসেছে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 08:26 AM
Updated : 4 August 2021, 08:26 AM

মূলত প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটের সঙ্গে পাল্লা দিতেই ফিচারটি নিয়ে হাজির হয়েছে ফেইসবুক মালিকানাধীন সেবাটি।

গত সপ্তাহে আসা নতুন ওই ফিচার প্রসঙ্গে ফেইসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটির নাম ‘ভিউ ওয়ান্স’। এটি ব্যবহার করে পাঠানো ছবি ও ভিডিও দেখা হয়ে গেলে তা আলাপচারিতা থেকে অদৃশ্য হয়ে যাবে। কনটেন্ট দেখার পর ওই মেসেজগুলোকে ‘ওপেনড’ হিসেবে দেখানো হবে।

স্ন্যাপ ইনকর্পোরেটেডের স্ন্যাপচ্যাট নিজেদের স্টোরিজ ফিচারের জন্য সুপরিচিত। ফিচারটি ব্যবহারকারীদের ২৪ ঘণ্টার জন্য পোস্ট করতে দেয়, ওই বাঁধাধরা সময় পার হলে পোস্ট অদৃশ্য হয়ে যায়। গত বছর মহামারীর সময় বহু মানুষকে বাসায় থাকতে হয়েছিল, এ সময় ওই ফিচারটির জনপ্রিয়তা বেড়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স।

স্ন্যাপও বসে নেই। আরও ব্যবহারকারীকে নিজ প্ল্যাটফর্মে টানতে নতুন ফিচার যোগ করছে সেবাটি।

এ বছরের মার্চে খবর এসেছিল ছবি অদৃশ্য হয়ে যাবে এমন ফিচার পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। ওই সময় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল, এরকম ছবির বেলায় নীল রংয়ের টগলে ক্লিক করলে সতর্কতা বার্তাও দেখানো হবে। ওই বার্তায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে জানাবে, “আলাপ ছেড়ে বের হয়ে গেলেই মিডিয়াটি অদৃশ্য হয়ে যাবে।” নীল রংয়ের টগলটি ‘অ্যাড ক্যাপশন’ টেক্সটবক্সের পাশে পাওয়া যাবে।