ভিডিও গেইম ‘ইলেকট্রনিক মাদক’, ধস টেনসেন্ট শেয়ারে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2021 01:20 AM BdST Updated: 04 Aug 2021 01:20 AM BdST
-
ছবি: রয়টার্স
চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ভিডিও গেইমকে "ইলেকট্রনিক মাদক" বলে অভিহিত করার পরপরই শেয়ার বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে শীর্ষ দুটি চীনা গেইম নির্মাতা প্রতিষ্ঠান।
টেনসেন্ট এবং নেটইজ-এর শেয়ার মূল্য হংকংয়ের শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই শতকরা ১০ শতাংশেরও বেশি পড়ে যায়। পরে অবশ্য সেই লোকসানের কিছুটা পুনরুদ্ধার হয়েছে।
দেশটিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর রাষ্ট্রীয় খড়্গ নিয়ে বিনিয়োগকারীরা ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
গত কয়েক মাসের মধ্যেই চীনা কর্তৃপক্ষ ব্যক্তি মালিকানাধীন প্রযুক্তি এবং অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি করার মতো বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে।
সরকারী প্রকাশনা ‘ইকোনমিক ইনফরমেশন ডেইলি’তে প্রকাশিত একটি নিবন্ধ বলছে, অনেক কিশোর-কিশোরী অনলাইন গেইমিংয়ে আসক্ত হয়ে পড়েছে এবং এটি তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
সংবাদ মাধ্যমটি সরকারী শিনহুয়া সংবাদ সংস্থার অংশ।
ওই নিবন্ধে টেনসেন্টের অসম্ভব জনপ্রিয় গেইম ‘অনার অফ কিংসে’র উল্লেখ করে বলা হয়েছে, অনেক শিক্ষার্থী দিনে আট ঘণ্টা পর্যন্ত এই গেইমে বুঁদ হয়ে থাকে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চীনের বজ্রমুষ্ঠি আরও কঠোর করার প্রস্তাব এসেছে ওই নিবন্ধে।
অনলাইন গেইমকে “আধ্যাত্মিক আফিম” হিসেবে বর্ণনা করা হয়েছে লেখায়।
“কোনো শিল্প বা কোনো খেলাকে এমনভাবে বিকাশ করতে দেওয়া যায় না যাতে এটি একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়।”
গেইমটির নির্মাতা টেনসেন্ট বলেছে প্রতিষ্ঠানটি ‘অনার অফ কিংস’ খেলায় শিশুদের প্রবেশাধিকার এবং এতে দেওয়া সময় নিয়ন্ত্রন করার ব্যবস্থা চালু করবে। শেষ পর্যন্ত সবগুলো গেইমেই এই নীতি নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
দেশটির সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটে ইকোনমিক ইনফরমেশন ডেইলি'র অ্যাকাউন্ট থেকে নিবন্ধটি মুছে ফেলার পরপরই ফের শেয়ারের দাম ফের বাড়তে শুরু করেছে।
গত সপ্তাহেও টেনসেন্টের শেয়ার একবার ধাক্কা খেয়েছে। বিশ্বজুড়ে মিউজিক রেকর্ড লেবেলের সঙ্গে সঙ্গীত লাইসেন্সিং বিষয়ে একচেটিয়া চুক্তির রেওয়াজ বন্ধ করার আদেশ আসার পরপরই ওই ঘটনা ঘটে।
এই আদেশের উদ্দেশ্য ছিল দেশে অনলাইন মিউজিক স্ট্রিমিংয়ে টেনসেন্টের একচেটিয়া আধিপত্য বন্ধ করা। ২০১৬ সালে একটি অধিগ্রহণের পরে চীনের সঙ্গীত স্ট্রিমিংয়ের শতকরা ৮০ ভাগের নিয়ন্ত্রণ চলে আসে প্রতিষ্ঠানটির হাতে।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)