আগামী বছরের আগে আসছে না ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’

এ বছর ছুটির মৌসুমেই প্লেস্টেশনে আসার কথা ছিল ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ গেইমটির। কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে গেইমটির আসার তারিখ। নতুন ঘোষণায় বলা হচ্ছে, ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে গেইমারদের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 03:21 PM
Updated : 1 August 2021, 03:34 PM

গেইমটি পিএস৫ এবং পিএস৪ গেইমারদের জন্য ‘এক্সক্লুসিভ’ ছিলো বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। গত মাসে গেইম আনার তারিখ পেছানো হতে পারে এমন আভাস দিয়েছিল সনি। সে সময় প্রতিষ্ঠানটির প্লেস্টেশন স্টুডিওসের প্রধান হারমান হালস্ট -এর এক সাক্ষাৎকার প্রকাশ করেছিল। হালস্ট তখন বলেছিলেন, “হরাইজনের ক্ষেত্রে, এই ছুটির মৌসুমে মুক্তি দেওয়ার ট্র্যাকেই রয়েছি বলে মনে হচ্ছে আমাদের। কিন্তু এটি এখনও পাকাপোক্ত নয়, এবং আমরা যতোটা সম্ভব কঠোর পরিশ্রম করছি আপনাদেরকে সেটি সম্পর্কে নিশ্চিত করার লক্ষ্যে।”

প্রতিবেদনে এনগ্যাজেট জানিয়েছে, ঠিক কী কারণে গেইম আনার তারিখ পেছানো হয়েছে, তা এখনও জানা যায়নি।

এ বছর ‘গ্র্যান টুরিজমো ৭’ এবং ‘গড অফ ওয়ার’ এর পরবর্তী সংস্করণ আনার তারিখও ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দিয়েছে সনি।

অন্যদিকে, গত সপ্তাহে ‘ঘোস্টওয়্যার: টোকিও’ গেইমটি আনার তারিখ ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দিয়েছে গেইম নির্মাতা বেথেসডা।