দেশের ক্রেতাদের জন্য অফিশিয়াল ওয়েবসাইট চালু করেছে স্যামসাং। ক্রেতারা সেখান থেকেই জেনে নিতে পারবেন পছন্দের পণ্যের বিস্তারিত।
Published : 28 Jul 2021, 07:48 PM
স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, এখন থেকে স্যামসাং ডটকম/বিডি সাইটে গিয়ে স্যামসাংয়ের স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কম্পিউটিং ডিভাইস দেখতে ও এ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।
সাইটে গিয়ে পণ্য পছন্দ করার পর কিনতে চাইলে ক্রেতাকে সরাসরি বিভিন্ন মার্কেটপ্লেসে পাঠিয়ে দেবে সাইটটি এবং সেখান থেকে পণ্য কেনা যাবে।
এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, “দেশের ক্রেতারা যাতে স্যামসাংয়ের পণ্য এবং সেবা সম্পর্কিত সকল তথ্য জানতে পারেন ও ক্রয় করতে পারবেন সে জন্যই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।”
“আমরা অত্যন্ত আশাবাদী যে, আমাদের ক্রেতারা এখন স্যামসাং এর সকল পণ্য সম্পর্কে জানতে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।”