স্পেসএক্সে চড়ে ‘বৃহস্পতির চাঁদে’ যাবে নাসার মহাকাশযান
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2021 10:10 PM BdST Updated: 24 Jul 2021 10:10 PM BdST
-
ছবি: রয়টার্স
স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’ রকেটে চড়ে বৃহস্পতির চাঁদ ‘ইউরোপা’-তে যাবে নাসার ‘ইউরোপা ক্লিপার’ মহাকাশযান। বরফ আচ্ছাদিত ‘ইউরোপা’ জীবন ধারণের উপযোগী হতে পারে বলে মনে করেন মহাকাশ বিজ্ঞানীদের অনেকে। সেই প্রশ্নের উত্তর মিলতে পারে নাসার ‘ইউরোপা ক্লিপার’ মিশন থেকে।
নাসা বৃহস্পতির চাঁদে স্পেস প্রোব পাঠানোর কথা ভাবছিলো অনেক দিন ধরেই। সেই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে ২০১৯ সালে এসে। সম্প্রতি মিশনের দিনক্ষণ জানিয়েছে নাসা। ২০২৪ সালের অক্টোবরে কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’-তে চড়ে যাত্রা শুরু হবে ‘ইউরোপা ক্লিপার’-এর।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, এই প্রকল্পে স্পেসএক্স-এর রকেট ব্যবহারের ফলে নাসার খরচ হবে ১৭.৮ কোটি ডলার। নাসার নিজস্ব ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটের খরচের সঙ্গে তুলনা করলে ‘ফ্যালকন হেভি’-র পেছনে খরচ অনেক কম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটির।
প্রাথমিক অবস্থায় নাসাকে এসএলএস রকেট ব্যবহার করতে চাপ দিচ্ছিল মার্কিন কংগ্রেস। ওই সময়ে একটি এসএলএস রকেটের পেছনে ২০০ কোটি মার্কিন ডলার খরচ হবে বলে ধারণা করেছিলো হোয়াইট হাউজ। অন্যদিকে ‘ইউরোপা’-র উদ্দেশ্যে যাত্রা পথে শুক্র গ্রহের মাধ্যাকর্ষণের উপরও নির্ভর করতে হবে এসএলএস রকেটকে, যা পুরো মিশনকে আরও জটিল করে তোলে। এ ছাড়াও এসএলএস রকেট মডিফিকেশনের পেছনে আরও একশ’ কোটি ডলার খরচ করতে হবে বলে জানিয়েছিলো নাসা।
সেই তুলনায় এসএলএস রকেটের বদলে স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’ রকেট ব্যবহার করলে খরচ ও কার্যক্রমের জটিলতা কমে আসবে অনেকাংশে।
২০২৪ সালের অক্টোবরে যাত্রা শুরু করতে পারলে, ‘ইউরোপা ক্লিপার’ বৃহস্পতির কক্ষপথে পৌঁছাবে ২০৩০ সালের এপ্রিল মাসে। ইউরোপা’র ভূ-পৃষ্ঠের হাই-রেজুলিউশন ছবি তুলবে নাসার স্পেস প্রোব। বৃহস্পতির ওই চাঁদের গঠন থেকে শুরু করে, ভূতাত্বিক পরিস্থিতি, বরফের গভীরতা, ভূ-পৃষ্ঠের নিচে লুকানো জলাধার এবং এর লবনাক্ততার হার সহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালাবে ‘ইউরোপা ক্লিপার’।
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
-
ডিজিটাল সম্পদ উদ্যোক্তা হলে করমুক্তি মিলবে রাশিয়ায়
-
পিসি গেইমিংয়ের জন্য ইনজোনের নতুন পণ্য আনছে সনি
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ