আইট্রিপলই’র পুরস্কার জিতলেন বাংলাদেশের সাদিয়া

বিশ্বে কারিগরি পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন আইটিপলই (আইইইই)’র শিক্ষার্থী শ্রেণিতে স্বীকৃতি পেলেন বাংলাদেশের সৈয়দ সাদিয়া হোসেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2021, 05:00 PM
Updated : 9 July 2021, 05:00 PM

নিউ ইয়র্কভিত্তিক ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উইমেন ইন ইঞ্জিনিয়ারিং শ্রেণিতে এ বছর 'ইন্সপায়ারিং স্টুডেন্ট মেম্বার অফ দ্য ইয়ার' পুরস্কার জিতেছেন তিনি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)-এর স্নাতক সাদিয়ার নারী শিক্ষার্থীদের জন্য কাজের স্বীকৃতি এটি।

"আমরা গত এক বছরে ১৬টি আয়োজন করেছি প্রকৌশল বিদ্যায় নারী শিক্ষার্থীদের জন্য। উচ্চমাধ্যমিক পর্যায়ের নারী শিক্ষার্থীদের প্রকৌশল বিদ্যায় আগ্রহী করার জন্য 'আউটরিচ' প্রোগ্রাম করেছি। সম্ভবত তারা এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েছেন" - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে আলাপকালে জানালেন সাদিয়া।

"এই শ্রেণিতে এই স্বীকৃতি বাংলাদেশে এটাই প্রথম।"

যৌথভাবে এই পুরস্কার তিনি ভাগাভাগি করে নিচ্ছেন ব্রাজিলের আনা হেলেন দো সান্তোস-এর সঙ্গে।

পেশাজীবী শ্রেণিতে এ বছর শীর্ষ পুরস্কার জিতেছেন দক্ষিণ ভারতে কেরালার টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সুনিতা বিভি।