ঈদে বিশ্বাস আর ভালোবাসার আয়োজন অপোর

‘ট্রাস্টি রাস্টি’ নামের নতুন ক্যাম্পেইন চালু করেছে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2021, 02:14 PM
Updated : 5 July 2021, 02:14 PM

জীবনে সবচেয়ে বিশ্বাসযোগ্য ও ভালোবাসার মানুষকে স্মরণীয় করে রাখতে এ ক্যাম্পেইন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি রোববার ৪ জুলাই থেকে শুরু হয়েছে।

অপো বলছে, সারাদেশে লকডাউনের কারণে আসন্ন ঈদুল আযহা হয়তো ঘরে বসেই কাটাতে হবে। অপো ভক্তদের এই ঈদকে একটু আনন্দময় করাই ‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইনের লক্ষ্য।

ক্যাম্পেইনের আওতায় নিজের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গে তোলা ছবি অপোর ফেইসবুক পেইজে শেয়ার করার কথা বলেছে প্রতিষ্ঠানটি। ছবির সঙ্গে অপোর কমেন্ট বক্সে লিখে দিতে হবে কেন তিনি আপনার পছন্দের মানুষ। তারপর নিজের ফেইসবুক ওয়ালে পোস্টটি পাবলিক করে শেয়ার দিতে হবে। শেয়ারের সময় দুটি হ্যাশট্যাগ ব্যবহারের কথা বলেছে প্রতিষ্ঠানটি-- #OPPOTrustworthiness এবং #OPPOEidHappiness।

এভাবে শেয়ার করা সবচেয়ে সুন্দর সেরা তিনজন ছবি শেয়ারকারী পাবেন অপো এনকো ডব্লিউ১১ ওয়্যারলেস ইয়ারফোন।

অপো সম্প্রতি তাদের জনপ্রিয় এফ১৯ প্রো স্মার্টফোন ও টিডব্লিউএস এনকো ডব্লিউ১১ ইয়ারফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে। এফ১৯ প্রো কিনলে দুই হাজার টাকা ও অপো এনকো ডব্লিউ১১ কিনলে এক হাজার টাকা ছাড় দেওয়া হবে। আর দুটি একসঙ্গে কিনলে তিন হাজার টাকা ছাড়।