কনসেপ্ট ফিচার: টুইটারের এক অ্যাকাউন্টে দুই পরিচয়
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2021 10:07 PM BdST Updated: 03 Jul 2021 10:07 PM BdST
-
ছবি: রয়টার্স
সম্প্রতি নতুন কয়েকটি কনসেপ্ট ফিচার দেখিয়েছে টুইটার। এর মধ্যে প্রথমটি সুনির্দিষ্ট মানুষের সঙ্গে টুইট শেয়ার করার। এ প্রক্রিয়ায় চাইলেই ব্যবহারকারী ‘বিশ্বস্ত বন্ধু’ নির্বাচন করে রাখতে পারবেন, এরপর শুধু তাদের উদ্দেশ্যে টুইট করতে পারবেন। গোটা বিষয়টির সঙ্গে ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের মিল রয়েছে।
টুইটারের নকশাবিদ অ্যান্ড্রু কোর্টার বলছেন, ব্যবহারকারীদের হয়তো ‘ট্রাস্টেড ফ্রেন্ডস’ বা ‘বিশ্বস্ত বন্ধুদের’ টুইট টাইমলাইনে আগে দেখতে দেবে টুইটার।
দ্বিতীয় কনসেপ্ট ফিচারে এক অ্যাকাউন্ট থেকেই একাধিক পরিচয়ে টুইটার ব্যবহার করা যাবে। যেমন, একজন হয়তো কর্মক্ষেত্রের জন্য এক টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন পেশাদার বিষয়ে টুইট করেন। আবার ব্যক্তিগত কাজের জন্য আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করেন। নতুন কনসেপ্ট ফিচারে আর পৃথক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে না। একটি অ্যাকাউন্ট থেকেই দুই কাজ করা যাবে। অনুসারীরাও বেছে নিতে পারবেন কোন পরিচয়কে অনুসরণ করবেন তারা। ওই হিসেবেই অনুসারীদের টুইট দেখাবে টুইটার।
রিপ্লাই ফিল্টার করারও নতুন কনসেপ্ট দেখিয়েছেন কোর্টার। ওই ফিচারে ব্যবহারকারীরা দেখতে পছন্দ করেন না এমন শব্দগুলো নির্বাচন করে রাখতে পারবেন। এতে করে ওই শব্দ ব্যবহার করে অন্যরা রিপ্লাই পোস্ট করতে পারবেন না। ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে নতুন শব্দ ব্যবহার করে রিপ্লাই করার ব্যাপারে।
প্রত্যেকটি ফিচারই এখনও ধারণা পর্যায়ে রয়েছে। কোর্টারও বলছেন, “আমরা এখনই এগুলো তৈরি করছি না।” আদতেও টুইটারে ফিচারগুলো আসবে কি না তা-ও এখনও ঠিক হয়নি। তবে, এ ব্যাপারে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানতে আগ্রহী প্রতিষ্ঠানটি।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস