টুইচ ওয়াচ পার্টি এলো অ্যান্ড্রয়েড ও আইওএসে

টুইচ ব্যবহারকারীরা এখন অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকেও ‘ওয়াচ পার্টি’তে প্রবেশ করতে পারবেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 02:07 PM
Updated : 1 July 2021, 02:07 PM

ওয়াচ পার্টির মাধ্যমে গেইমের মতোই অ্যামাজন প্রাইম ভিডিও থেকে কনটেন্ট স্ট্রিম করতে পারেন ব্যবহারকারীরা। দর্শকরা একত্রে কোনো টিভি অনুষ্ঠান বা চলচ্চিত্র দেখতে পারেন এবং সেটির ব্যাপারে চ্যাটিংয়ে অংশ নিতে পারেন। এর আগে ওয়াচ পার্টি শুধু টুইচের ওয়েব সংস্করণের জন্য ছিল।

বর্তমানে এভাবে কনটেন্ট দেখার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, এভাবে প্রাইম ভিডিও কনটেন্ট দেখার জন্য দুই পাশের ব্যবহারকারীই সক্রিয় প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন থাকতে হবে। আঞ্চলিক সীমাবদ্ধতাও রয়েছে। নিজ অঞ্চলে ওই টিভি অনুষ্ঠান বা চলচ্চিত্র না থেকে থাকলে তা ওয়াচ পার্টির মাধ্যমে দেখা যাবে না, ইত্যাদি।

তবে, যা-ই হোক না কেন, এরকম ফিচার টুইচ বাদে অন্য কোনো সেবায় নেই। এনগ্যাজেট মন্তব্য করেছে, টুইচ এবং প্রাইম ভিডিও দুটোই অ্যামাজনের মালিকানায় থাকায় এটি সম্ভব হয়েছে।