অ্যাপ স্টোরের শর্ত: অ্যাপলের বিরুদ্ধে মামলায় ফ্রান্স

অ্যাপ স্টোরে পণ্য বিক্রি করতে আসা ডেভেলপার ও স্টার্টআপের উপর হয়রানিমূলক শর্ত আরোপ করে অ্যাপল – এমন অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করছে ফ্রান্স। সম্প্রতি দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক সূত্র এ ব্যাপারে জানিয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 06:23 PM
Updated : 23 June 2021, 06:23 PM

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, দেশটির ডিজিসিসিআরএফের তিন বছরের তদন্তের পর মামলা করা হচ্ছে। ফ্রান্সের বাণিজ্য মন্ত্রী ব্রুনো লে মেই তদন্তটি শুরু করার নির্দেশ দিয়েছিলেন।

ফ্রান্সের নেতৃত্বাধীন স্টার্টআপ ‘ফঁস ডিজিতালে’ মামলায় যোগ দিয়েছে। এ ব্যাপারে ফঁস ডিজিতালের সম্পৃক্ততার বিষয়টি আদালতের নথি দেখে নিশ্চিত হয়েছে রয়টার্স। ১৭ সেপ্টেম্বর বাণিজ্য আদালতে মামলাটির শুনানি হবে। সম্প্রতি এক আদালত মুখপাত্র এ ব্যাপারে জানিয়েছেন।

গোটা বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি অ্যাপল মুখপাত্র।