অভিবাসন আইন নিয়ে জাপানে তদন্তের মুখে উবার ইটস

জাপানে তদন্তের মুখে পড়েছে উবার ইটস। দেশটির পুলিশ বলছে, খাবার সরবরাহ সেবা উবার ইটস এবং এর দুই প্রতিনিধি অভিবাসন আইন লঙ্ঘন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 12:21 PM
Updated : 22 June 2021, 12:21 PM

সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে কিয়োদো নিউজ এজেন্সি। জাপান পুলিশ এরই মধ্যে নোটিশ পাঠিয়েছে উবার ইটসকে। ভিয়েতনামের নাগরিকরা জাপানে ২০২০ সালের জুন থেকে অগাস্ট পর্যন্ত অননুমোদিতভাবে কাজ করেছে বলে অভিযোগ তুলেছে তারা।

এক উবার মুখপাত্র বলছেন, পুলিশের সঙ্গে তদন্তে “পুরোপুরি সহযোগিতা” করা হচ্ছে। পুলিশের তদন্তের উপর ভিত্তি করে আইনজীবিরা অভিযোগ দায়ের করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, “সম্ভাব্য কুরিয়ারদের ব্যাপারে চলমান প্রক্রিয়া আরও দৃঢ় করতেও কিছু সংখ্যক পদক্ষেপ নিয়েছে তারা।”