শেষ পর্যন্ত ‘ক্লাবহাউজের মতো’ সেবা আনলো ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2021 09:50 PM BdST Updated: 21 Jun 2021 09:50 PM BdST
-
ছবি: রয়টার্স
ফেইসবুক শেষ পর্যন্ত ‘ক্লাবহাউজে’র মতো অডিওনির্ভর সেবা আনলো। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিকমাধ্যম নেটওয়ার্কের আনা এই সেবায় গ্রাহকরা এই প্ল্যাটফর্মে পডকাস্ট চালাতে পারবেন।
অডিও সেবানির্ভর ইনভাইটওনলি অ্যাপ ক্লাবহাউজের ব্যপক সাফল্যের পরই ফেইসবুক একই ধরনের সেবা আনার ঘোষণা দিলো বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স। বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীতে যখন লোকজনকে বাধ্যতামূলকভাবে বাসায় থাকতে হয়েছে সেই সময়টিতেই ব্যপক সাফল্য পায় আইওএস নির্ভর সেবাটি। ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গও এই প্ল্যাটফর্মে হাজির হয়েছিলেন। অ্যাপটি সম্প্রতি অ্যান্ডয়েড ব্যবহারকারীদের জন্যও সেবার আওতা বাড়িয়েছে।
ফেইসবুক বলছে, তারা অডিওকে প্রথম শ্রেণির মাধ্যম হিসেবে আনতে চায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি টুইটার এবং মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ডের সঙ্গে প্রতিযোগিতায় নামলো। দুটি প্রতিষ্ঠানই অডিওনির্ভর সেবা এনেছে। এর বাইরেও স্পটিফাই গত বুধবার গ্রিনরুম নামে অডিও সেবা এনেছে। এদিকে স্ল্যাক, মাইক্রোসফট মালিকানাধীন লিংকডইন এবং রেডিটও একই ধরনের সেবা আনার বিষয়ে কাজ করছে।
আইওএস ব্যবহার করে মার্কিন তারকারা এবং কিছু ফেইসবুক গ্রুপ লাইভ অডিও রুম তৈরি করতে পারবে, যেখানে ৫০ জন বক্তা এবং অসংখ্য শ্রোতা থাকতে পারবে। এক ব্লগ পোস্টে ফেইসবুক বলেছে, এই ব্যবহারকারীরা "ভেরিফাইড নন" এমন লোকদেরকেও কথা বলার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা শ্রোতা হিসেবে ওই রুমগুলোতে যোগ দিতে পারবেন।
কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করার জন্য উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠান ফেইসবুক বলেছে, তারা লাইভ অডিও রুম রোলআউটে সঙ্গীতশিল্পী, সাংবাদিক এবং ক্রীড়াবিদসহ জনসাধারণের সাথে অংশীদারিত্ব করবে।
শ্রোতারা লাইভ অডিও রুমে কনটেন্ট নির্মাতাদের কাছে ফেইসবুকের ভার্চুয়াল মুদ্রা "স্টার" পাঠাতে পারবেন। তবে, জাকারবার্গ বলছেন, ফেইসবুক ২০২৩ সাল পর্যন্ত কনটেন্ট নির্মাতাদের আয়ে হাত দেবে না।
-
অ্যামাজনের টিভি সিরিয়াল ‘দেখা যাবে’ মহাকাশ থেকে
-
মহাকাশ স্টেশনে পৌঁছেছে বোয়িংয়ের ক্যাপসুল
-
ডেটিং অ্যাপে বিকল্প লেনদেনে সাময়িক অনুমোদন গুগলের
-
চীনের বাইরে উৎপাদন বাড়াতে চায় অ্যাপল
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- থানায় অভিযোগ করেছিল তরুণ, জেল থেকে বেরিয়ে খুন করল সন্ত্রাসীরা