বস্টন ডায়নামিক্স এখন হিউন্দাইয়ের মালিকানায়

রোবট নির্মাতা প্রতিষ্ঠান বস্টন ডায়নামিক্সকে কেনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে হিউন্দাই। বিক্রয় চুক্তি অনুসারে, বস্টন ডায়নামিক্সের ৮০ শতাংশ মালিকানা এখন গাড়ি নির্মাতা দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটির হাতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 02:19 PM
Updated : 21 June 2021, 02:19 PM

বস্টন ডায়নামিক্স নিজেদের বাণিজ্যিক রোবো-ডগ স্পটের জন্য বিখ্যাত। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য একশ’ দশ কোটি ডলার। হিসেবে বস্টন ডায়নামিক্সকে কেনা তৃতীয় মালিক প্রতিষ্ঠান হিউন্দাই। রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে। পরে ২০১৩ সালে গুগল কিনে নিয়েছিল একে।

ফের মালিকানা হাতবদল হয় ২০১৭ সালে। সফটব্যাংকের মালিকানায় চলে যায় প্রতিষ্ঠানটি। এখনও অ্যাফিলিয়েটের বরাতে বস্টন ডায়নামিক্সের ২০ শতাংশ মালিকানা হাতে রেখেছে সফটব্যাংক।

বস্টন ডায়নামিক্সের মাধ্যমে হিউন্দাইয়ের ‘রোবোটিক্স ভ্যালু চেইন’ তৈরির বড় পরিকল্পনা রয়েছে। রোবট উপাদান তৈরির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।