গ্যালাক্সি বাডের নতুন সংস্করণ আনছে স্যামসাং

দেখেশুনে মনে হচ্ছে স্যামসাং তাদের গ্যালাক্সি বাডের নতুন সংস্করণ আনতে কাজ করছে এবং এর নতুন লক্ষ্য আইফোন ব্যবহারকারীরাও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 07:00 PM
Updated : 20 June 2021, 07:00 PM

তথ্য ফাঁসকারী হিসাবে পরিচিত ইভান ব্লাস বলছেন, স্যামসাং প্রস্তুতি নিচ্ছে প্যালাক্সি বাডস+ বাজারে আনার। এটি হবে ওয়্যারলেস সংযোগ ক্ষমতার।

ব্লাস কারিগরি তথ্য ঘাঁটার পর বলছেন, ১৪৯ ডলারের ইয়ারবাডের আওয়াজ হবে আগের চেয়ে উন্নত, ব্যাটারি হবে দীর্ঘস্থায়ী এবং এর জন্য একটি আইফোন অ্যাপ থাকবে। সিনেট বলছে, এরই মধ্যে ইয়ারবাডের িবজ্ঞাপনও উঠে গেছে সাইটে। 

দেখে মনে হচ্ছে, ১২৯ ডলারের উয়ারবাডের চেয়ে ইয়ারবাড+ হবে যথেষ্টই উন্নত। প্রায় দ্বিগুণ ব্যাটারি লাইফ। শুধু বাডস চলবে ১১ ঘণ্টা আর কেইসিংয়ে চার্জ দিয়ে রাখলে মিলবে আরও ১১ ঘণ্টা। আর আগের সংস্করণের ইয়ারবাডস চলতো ৬ ঘণ্টা। আর চার্জিং কেইসে রাখলে চার্জ মিলতো আরও ছয় ঘণ্টা।

গ্যালাক্সি বাডের চেহারা দেখে মনে হচ্ছে এতে এয়ারপ্যাড প্রো'র মতো নয়েজ ক্যান্সেলেশন থাকবে না। তবে এতে আগের চেয়ে উন্নত স্পিকার এবং বাড়তি মাইক্রোফোন থাকবে বলে জানিয়েছেন ব্লাস।

স্যামসাং সম্ভবত নতুন গ্যালাক্সি বাডস+ আসন্ন আনপ্যাকড ইভেন্টে দেখাবে। ওই আয়োজনে গ্যালাক্সি এস২০এবং নতুন ফোল্ডএবল ফোনস জেড ফ্লিপও আসার কথা রয়েছে।