ডেটা প্রশ্নে চুক্তিতে অ্যামাজনের এডব্লিউএস ও ফেরারি

নিজেদের ক্লাউড স্টোরেজ, মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার কাজে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিট ব্যবহার করবে ফেরারি। এ লক্ষ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর সঙ্গে চুক্তি করেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2021, 07:13 PM
Updated : 18 June 2021, 07:13 PM

শুক্রবার চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, চুক্তিটি ফেরারিকে নকশা সরলীকৃত ও গাড়ি পরীক্ষা করতে সহায়তা করবে। এ ছাড়াও স্কুডেরিয়া ফর্মুলা ওয়ান রেসিং টিম এডব্লিউএস এর মাধ্যমে ভক্তদের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

“একত্রে প্রতিষ্ঠান দুটি ফেরারির পুরো কর্মযজ্ঞ জুড়ে উদ্ভাবনী গতিশীলতা বাড়াতে পারবে।” – যোগ করেছে এডব্লিউএস।

প্রতিষ্ঠানটি বলছে, “রাস্তা ও ট্র্যাকে গাড়ির নকশা এবং কর্মক্ষমতা দ্রুত অর্জনে” এডব্লিউএস এর উন্নত অ্যানালিটিকস, মেশিন লার্নিং, গণনা, স্টোরেজ এবং ডেটাবেজ সক্ষমতার উপর নির্ভর করবে ফেরারি।

ফেরারি পৃথক এক বিবৃতিতে বলছে, এডব্লিউএসের সঙ্গে তারা যে প্ল্যাটফর্মটি গড়তে চাইছে তা ফর্মুলা ওয়ান রেসিং ভক্তদেরকে রেসিং দল ও চালকদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত করবে। চুক্তির আর্থিক বিস্তারিত সম্পর্কে জানানো হয়নি।

চুক্তির অংশ হিসেবে স্কুডেরিয়া ফেরারির গাড়িতে এবং চালকের গাড়িতে এডব্লিউএস লোগো দেখা যাবে।