ভাড়াটিয়া উচ্ছেদ করে এয়ারবিএনবি’তে বাড়ি ভাড়া নয়

ভাড়া দিতে না পারার কারণে যে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন, তার বাড়ি এয়ারবিএনবি’র মাধ্যমে ভাড়া দেওয়া যাবে না - সম্প্রতি এমন নীতিই জানিয়েছে স্বল্পমেয়াদী বাড়ি ভাড়া ভিত্তিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 06:43 PM
Updated : 16 June 2021, 06:43 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের বাড়িওয়ালারা তাদের সেবা ব্যবহার করে যাতে লাভবান হতে না পারে, সে লক্ষ্যে এ নীতিটি তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ‘সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’স এর উচ্ছেদ স্থগিতাদেশ চলছে। ওই স্থগিতাদেশ এ মাসেই শেষ হবে। তবে, অন্তত এ বছরের শেষ পর্যন্ত এটি কার্যকর থাকবে।

স্থগিতাদেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছেদের মাত্রা বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক এরকম একটি সময়ে এই নির্দেশ এলো এয়ারবিএনবি’র পক্ষ থেকে। “আমরা মনে করছি আমরা এর মাধ্যমে দৃঢ় একটা বার্তা পাঠাতে পারব, যা মানুষকে এ সংকটময় সময়ে বাড়িতে থাকতে সহায়তা করবে।” – এক ব্লগ পোস্টে বলেছে প্রতিষ্ঠানটি।