অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপে এলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন

অ্যান্ড্রয়েড জুড়ে নতুন নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। এরকমই এক ফিচার হিসেবে অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপে এসেছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। নভেম্বর থেকে ই২ইই মেসেজিং ব্যবহার করতে পারবেন বেটা পরীক্ষকরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 09:09 PM
Updated : 15 June 2021, 09:09 PM

আপাতত ওয়ান-টু-ওয়ান আলোচনায় মিলবে এনক্রিপ্টেড সুবিধা। গ্রুপ চ্যাটিংয়ে এখনও আসেনি সুবিধাটি। দুই পাশের ব্যবহারকারীকেই সুবিধাটি ব্যবহারের জন্য আরসিএস চ্যাট ফিচার চালু করে নিতে হবে।

মেসেজ এনক্রিপ্টেড হয়েছে কি না তা সেন্ড বাটনের দিকে তাকিয়েই বুঝতে পারবেন ব্যবহারকারীরা। এনক্রিপ্টেড হলে ওই বাটনের উপর লক চিহ্ন দেখা যাবে। অ্যান্ড্রয়েড আপডেট আগেই এসেছে, তাই এ সপ্তাহে পৃথকভাবে আসবে ফিচারটি।

অ্যান্ড্রয়েডের অন্যান্য নতুন ফিচারের মধ্যে রয়েছে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম, নতুন ইমোজি, অ্যাসিস্টেন্ট, অটো এবং ভয়েস অ্যাকসেস ফিচার।