উইন্ডোজ ১০ এর সমর্থন ২০২৫ সালের অক্টোবর থেকে বন্ধ করে দেবে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ হোম, প্রো, প্রো এডুকেশন এবং প্রো ফর ওয়ার্কস্টেশন সংস্করণেও বন্ধ হয়ে যাবে সমর্থন।
Published : 16 Jun 2021, 03:06 AM
শেষ সমর্থনটি মিলবে ২০২৫ সালের অক্টোবরের ১৪ তারিখে। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট উল্লেখ করেছে, এতে করে ১০ বছর সময় পাচ্ছে অপারেটিং সিস্টেমটি, এরপর শেষ হচ্ছে এর জীবন চক্র। মাইক্রোসফট ২০১৫ সালে উইন্ডোজ ১০ আনার সময় জানিয়েছিল, এটিই সর্বশেষ উইন্ডোজ সংস্করণ।
এখন এসে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি মত পাল্টেছে। ২০২১ সালের মে মাসে উইন্ডোজ ১০ এর সর্বশেষ আপডেট দিয়েছে মাইক্রোসফট। এর পরপরই খবর রটে নতুন উইন্ডোজ আনছে মাইক্রোফট। পরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা ‘পরবর্তী প্রজেন্মের উইন্ডোজ’ উন্মোচনে জুনের ২৪ তারিখে ভার্চুয়াল অনুষ্ঠান হবে বলে নিশ্চিত করেন।