পর্দার নিচে ক্যামেরা থাকতে পারে নতুন শাওমি ফ্ল্যাগশিপে

মি ১১ আল্ট্রার মতো একই সক্ষমতার ফ্ল্যাগশিপ নিয়ে আসার পরিকল্পনা করেছে স্মার্টফোন ব্র্যান্ড নির্মাতা শাওমি। নতুন ওই ফ্ল্যাগশিপে আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) ট্র্যাকিং প্রযুক্তি থাকবে, দেখা মিলবে পর্দার নিচে সেলফি ক্যামেরারও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 12:04 PM
Updated : 13 June 2021, 12:04 PM

জিএসএমঅ্যারিনার তথ্য অনুসারে, অ্যাপল এবং স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইসে আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) ট্র্যাকিং প্রযুক্তি রয়েছে। স্যামসাং স্মার্ট ট্যাগ স্যামসাং এস ২১ এ প্রযুক্তিটি ব্যবহার করে এবং অ্যাপল এয়ার ট্যাগ আইফোন ১২ –তে প্রযুক্তিটি ব্যবহার করে থাকে নিখুঁত ট্র্যাকিংয়ের জন্য।

প্রতিবেদন আরও বলছে, শাওমি নিজেদের ইউডব্লিউবি সামঞ্জস্যপূর্ণ, ট্র্যাকএবল অ্যাকসেসরিজ নিয়ে আসার পরিকল্পনাও করছে।

সাম্প্রতিক সময়ে স্মার্টফোনে পর্দার নিচে ক্যামেরা বসানোর রেওয়াজ শুরু হয়েছে। তবে, প্রযুক্তিটি এখনও পরিণত হয়নি। কারণ, পর্দা যথেষ্ট স্বচ্ছ্ব না হওয়ায় আলো মাঝখান দিয়ে পার হতে বাধা পায়।

শাওমি’র নতুন এ ফ্ল্যাগশিপে হয়তো দেখা মিলবে মি ১১ আল্ট্রার মতো ক্যামেরা সেটআপের। এ ছাড়াও ডিভাইসে হয়তো দেখা যাবে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং।