সাইবার হামলায় কোরিয়া, তাইওয়ানের ম্যাকডনাল্ড’স

বিশ্বের সবচেয়ে বড় বার্গার চেইন ম্যাকডনাল্ড’স কর্পোরেশনের ডেটা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে। এতে কিছু সংখ্যক গ্রাহক ও কর্মীর তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 10:47 AM
Updated : 13 June 2021, 10:47 AM

ম্যাকডনাল্ড’স জানিয়েছে, আক্রমণকারীরা ইমেইল, ফোন নম্বর এবং সরবরাহ ঠিকানার ডেটা হাতিয়ে নিয়েছে। তবে, গ্রাহকের লেনদেন ডেটায় অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। প্রথমে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অননুমোদিত কর্মকাণ্ড চোখে পড়েছিল প্রতিষ্ঠানটির। পরে বাইরের পরামর্শকের তদন্তের পর ডেটা বেহাত হওয়ার ঘটনা বেরিয়ে আসে।

“টের পাওয়ার পরপরই আমরা অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছি, আমাদের তদন্তে উঠে এসেছে অল্প কিছু সংখ্যক ডেটায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।” - এক বিবৃতিতে বলেছে ম্যাকডনাল্ড’স। নিয়ন্ত্রক ও তালিকাভুক্ত গ্রাহকদের অবহিত করতে পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে বার্গার চেইনটি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতাল ও একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠানেও সাইবার হামলার ঘটনা আগের চেয়ে বেড়েছে।