মার্কিন শেয়ার বাজারে যাচ্ছে দিদি, হাজার কোটি ডলারের সম্ভাবনা

চীনের সবচেয়ে বড় রাইড হেইলিং প্রতিষ্ঠান দিদি ছুসিং মার্কিন শেয়ার বাজারে প্রবেশের কাগুজে প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 01:56 PM
Updated : 12 June 2021, 01:56 PM

দিদির পেছনে এশিয়ার বেশ কয়েকটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এর মধ্যে আছে সফটব্যাংক, আলিবাবা ও টেনসেন্ট।

কতটি শেয়ার ছাড়া হবে এবং এর মূল্য কতো হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি দিদি। তবে, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি শেয়ার বাজার থেকে এক হাজার কোটি ডলার তুলতে পারে এবং এর মূল্য ১০ হাজার কোটি ডলার হতে পারে বলে বিষয়টি সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

অনুমান সত্যি হলে ২০১৪ সালের পর এটিই হবে মার্কিন শেয়ার বাজারে কোনো চীনা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় আইপিও। ওই বছর মার্কিন শেয়ার বাজারের আইপিওতে আলিবাবা ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ তুলেছিল।

দিদির মোবাইল অ্যাপ রয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা ট্যাক্সি, প্রাইভেট কার, কার পুল এবং কোনো কোনো শহরে বাস ডাকতে পারেন। ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং নেটওয়ার্ক বসানো, ফ্লিট ব্যবস্থাপনা, গাড়ি তৈরি এবং স্বচালিত গাড়িতেও আগ্রহ রয়েছে দিদি'র।

বিশ্বের ১৫টি দেশে কার্যক্রম বিস্তৃত হলেও চীনেই সবচেয়ে বড় বাজার দিদির।

কোভিড-১৯ মহামারীতে অনেক প্রতিষ্ঠানের মতোই দিদির ব্যবসা খারাপ গিয়েছে। গত বছরের তুলনায় আয়ের বৃদ্ধি কমেেছ নয় শতাংশ। তবে, মহামারী শেষে চীন সীমান্ত খুলে দেওয়ায় ব্যবসা বেশ শক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির। গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে আয় দ্বিগুণ হয়েছে। 

এরইমধ্যে বেশ কিছু বড় বিনিয়োগকারী পেয়েছে দিদি। ২০১৬ সালে অনেকটা রেওয়াজের বাইরে গিয়েই অ্যাপল এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দিদিতে। অনেককেই সে সময় মনে করেছেন, অ্যাপলের স্বচালিত গাড়ির প্রকল্পের সঙ্গে ওই বিনিয়োগের সম্পর্ক আছে।

পাশাপাশি, রাইড হেইলিং জায়ান্ট উবারের ১২.৮ শতাংশ শেয়ার আছে দিদিতে। ২০১৬ সালে উবার চীন ছাড়ার সময় চীনা ব্যবসার মালিকানা দিদির কাছে বিক্রি করে দেয় উবার।