জাপানে গ্যালারি স্থাপন করছে নিনটেনডো

জাপানের দক্ষিণের শহর কিয়েটোতে নিজেদের কারখানা নতুন করে সাজিয়েছে নিনটেনডো। সেখানে নিজেদের পণ্য গ্যালারি করে সাজিয়ে রাখবে গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 06:19 PM
Updated : 2 June 2021, 06:19 PM

কারখানা সাজানোর কাজ ২০২৪ সালে শেষ হওয়া অর্থবছরের আগেই সম্পন্ন করতে চাইছে প্রতিষ্ঠানটি। ওই বছরের মার্চে শেষ হবে নিনটেনডোর অর্থ বছর। মূলত ওই কারখানায় তাস তৈরি করত তারা। এ ছাড়াও ওখানে নিনটেনডোর গ্রাহক সেবা কেন্দ্র ছিল।

নিনটেনডো এখনও এ ব্যাপারে তেমন কিছুই বিস্তারিতভাবে জানায়নি। শুধু বলেছে, গ্যালারিতে “প্রদর্শনী ও অভিজ্ঞতা”র পাশাপাশি প্রতিষ্ঠানটির পণ্য সাজানো থাকবে।

বাস্তব বিশ্বে নিনটেনডোর স্থাপনা গড়ার চেষ্টা এটিই প্রথম নয়, প্রতিষ্ঠানটি ওসাকার ইউনিভার্সাল স্টুডিওতে মার্চে সুপার মারিও থিম নির্ভর একটি এলাকা উন্মোচন করেছে। এ ছাড়াও দুই বছর আগে এক টোকিও শপ স্থাপন করেছে তারা।