ফের ‘ভেরিফাইড অ্যাকাউন্টের’ অনুরোধ বন্ধ টুইটারে

কয়েক বছর পর আবারও ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টের খাতায় নাম লেখানোর সুযোগ করে দিয়েছিল টুইটার। কিন্তু প্রবল আবেদনের মুখে ফের তা বন্ধ করে দিয়েছে সাইটটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2021, 02:32 PM
Updated : 31 May 2021, 02:33 PM

ছোট ওই ভেরিফিকেশন চিহ্নটি পেতে টুইটার ব্যবহারকারীরা যে অধির আগ্রহে অপেক্ষা করছিলেন, গোটা বিষয়টি সে দিকেই যেন ইঙ্গিত করল। ব্যবহারকারীদের আশ্বস্ত করতেও টুইটার ভুলে যায়নি। প্রতিষ্ঠানটি লিখেছে, “আমরা শীঘ্রই আবারও অনুরোধ নেওয়া শুরু করব।”

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদনে উঠে এসেছে, এ সময়টিতে টুইটার হাতে থাকা অনুরোধ নিয়ে কাজ করবে। 

এর আগে ২০১৭ সালে ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য অনুরোধ নেওয়া বন্ধ করেছিল টুইটার। আর এবার কর্মসূচীটি শুরু করার কয়েক দিনের মধ্যেই তা বন্ধ করল মাইক্রোব্লগিং সাইটটি।

অতীতে টুইটারের ভেরিফিকেশন নিয়ে কম সমালোচনা হয়নি। অনেক ভেরিফাইড অ্যাকাউন্টধারী পরবর্তীতে ‘হোয়াইট সু্প্রেমিস্ট’ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। আর তাই হয়তো টুইটার এখন থেকে শুধু “উল্লেখযোগ্য, আসল এবং সক্রিয়” অ্যাকাউন্টকে ভেরিফিকেশন চিহ্ন দেবে বলে জানিয়েছে।

আগে ব্যবহারকারীকে ভেরিফাইড অ্যাকাউন্টধারী হতে শুধু প্রোফাইল ও বাস্তব জীবনের মানুষ যে এক, তা প্রমাণ করতে হতো।

টুইটার ফের কবে ভেরিফাইড অ্যাকাউন্টের অনুরোধ নেওয়া শুরু করবে তা এখনও অজানা। এ প্রসঙ্গে মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।