ফের ‘ভেরিফাইড অ্যাকাউন্টের’ অনুরোধ বন্ধ টুইটারে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2021 08:32 PM BdST Updated: 31 May 2021 08:33 PM BdST
-
ছবি: রয়টার্স
কয়েক বছর পর আবারও ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টের খাতায় নাম লেখানোর সুযোগ করে দিয়েছিল টুইটার। কিন্তু প্রবল আবেদনের মুখে ফের তা বন্ধ করে দিয়েছে সাইটটি।
ছোট ওই ভেরিফিকেশন চিহ্নটি পেতে টুইটার ব্যবহারকারীরা যে অধির আগ্রহে অপেক্ষা করছিলেন, গোটা বিষয়টি সে দিকেই যেন ইঙ্গিত করল। ব্যবহারকারীদের আশ্বস্ত করতেও টুইটার ভুলে যায়নি। প্রতিষ্ঠানটি লিখেছে, “আমরা শীঘ্রই আবারও অনুরোধ নেওয়া শুরু করব।”
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদনে উঠে এসেছে, এ সময়টিতে টুইটার হাতে থাকা অনুরোধ নিয়ে কাজ করবে।
এর আগে ২০১৭ সালে ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য অনুরোধ নেওয়া বন্ধ করেছিল টুইটার। আর এবার কর্মসূচীটি শুরু করার কয়েক দিনের মধ্যেই তা বন্ধ করল মাইক্রোব্লগিং সাইটটি।
অতীতে টুইটারের ভেরিফিকেশন নিয়ে কম সমালোচনা হয়নি। অনেক ভেরিফাইড অ্যাকাউন্টধারী পরবর্তীতে ‘হোয়াইট সু্প্রেমিস্ট’ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। আর তাই হয়তো টুইটার এখন থেকে শুধু “উল্লেখযোগ্য, আসল এবং সক্রিয়” অ্যাকাউন্টকে ভেরিফিকেশন চিহ্ন দেবে বলে জানিয়েছে।
আগে ব্যবহারকারীকে ভেরিফাইড অ্যাকাউন্টধারী হতে শুধু প্রোফাইল ও বাস্তব জীবনের মানুষ যে এক, তা প্রমাণ করতে হতো।
টুইটার ফের কবে ভেরিফাইড অ্যাকাউন্টের অনুরোধ নেওয়া শুরু করবে তা এখনও অজানা। এ প্রসঙ্গে মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ