ভারতকে হোয়াটসঅ্যাপ: ব্যবহারকারীর গোপনতাই সর্বোচ্চ অগ্রাধিকার

ভারত সরকারকে ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের গোপনতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় তারা। ভারতের প্রযুক্তি মন্ত্রী হোয়াটসঅ্যাপের নতুন গোপনতা নীতি নিয়ে প্রশ্ন তোলার পর উত্তরে এ কথা জানিয়েছে মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 10:50 AM
Updated : 25 May 2021, 10:50 AM

মে মাসের ১৮ তারিখে চিঠি লিখে হোয়াটসঅ্যাপের আপডেটেড নীতি সরিয়ে নিতে বলেছিলেন ভারতের প্রযুক্তি মন্ত্রী। মে মাসের ১৫ তারিখে কার্যকর হয়েছে গোপনতা নীতিটি। চিঠিতে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল।

সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “আমরা ভারত সরকারের চিঠির উত্তর দিয়েছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে ব্যবহারকারীদের গোপনতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” হোয়াটসঅ্যাপ অবশ্য জানিয়ে রেখেছে, তাদের আপডেটেড গোপনতা নীতি মানুষের ব্যক্তিগত মেসেজের গোপনতা পরিবর্তন করেনি।

এ বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরকে ফেব্রুয়ারির আট তারিখ পর্যন্ত আপডেটেড শর্ত পর্যালোচনার সময় দিয়েছিল। কিন্তু গোটা বিশ্বে তোপের মুখে মধ্য মে পর্যন্ত নতুন আপডেট কার্যকর হওয়ার সময় পিছিয়ে দেয়।

“আমরা আগামী সপ্তাহগুলোতে হোয়াটসঅ্যাপের কাজ করার কার্যকারিতা কমিয়ে দেবো না, আমরা ব্যবহারকারীদের কিছু সময় পরপর মনে করিয়ে দিতে থাকবো আপডেটের ব্যাপারে।” – এক বিবৃতিতে বলেছে হোয়াটসঅ্যাপ।

ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটিরও বেশি। সে হিসেবে দেশটি হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। ভারতেকে ঘিরে ব্যবসা প্রসারের পরিকল্পনাও রয়েছে হোয়াটসঅ্যাপের।

নতুন গোপনতা নীতিতে হোয়াটসঅ্যাপ ফেইসবুকের সঙ্গে এবং দলভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবহারকারী ডেটা শেয়ার করবে। এ নিয়ে এরই মধ্যে ভারতে আইনি লড়াইয়ের মুখেও পড়েছে হোয়াটসঅ্যাপ, অ্যান্টি-ট্রাস্ট নিয়ন্ত্রকরা এ বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।