‘আর্মি’র সহায়তায় ফের ইউটিউবে রেকর্ড বিটিএসের

ফের ইউটিউব রেকর্ড ভেঙেছে কে পপ গ্রুপ ‘বিয়ন্ড দ্য সিন’ বা বিটিএস। নিজেদের নতুন গান ‘বাটার’ দিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওর খেতাবটি আরও একবারের মতো নিজ দখলে নিয়েছে তারা। এবার নিজেদেরই পুরোনো রেকর্ড ভেঙেছে ব্যান্ডটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2021, 06:21 PM
Updated : 23 May 2021, 06:21 PM

গত বছরের অগাস্টে মুক্তি পায় বিটিএসের নতুন গান ‘ডায়নামাইট’। এরপর ১০ কোটি ১১ লাখ ভিউ পেয়ে সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও তালিকার শীর্ষে চলে আসে তারা। হিসেবে তার চেয়েও এক কোটি ২০ লাখ ভিউ বেশি এসেছে এবারের ‘বাটার’–এ।

নতুন গানটি আরও একটি রেকর্ড দখলে নিয়েছে। ভিডিওটির প্রিমিয়ার হওয়ার সময় উপস্থিত ছিলেন ৩৯ লাখ মানুষ। এখন পর্যন্ত ইউটিউব ইতিহাসে এতো মানুষের উপস্থিতিতে ভিডিও প্রিমিয়ার হওয়ার ঘটনা এটাই প্রথম।

বিটিএস যে আবারও রেকর্ড ভাঙবে, সে বিষয়টি অবাক করার মতো কিছু নয়। ব্যান্ডটির ভক্তরা নিজেদেরকে ‘আর্মি’ বলে পরিচয় দিয়ে থাকে।

বিটিএসের প্রতি তাদের নিবেদিত কর্মকাণ্ডের কথা অজানা নয় কারো। এবারও সেটির প্রমাণ দিয়েছে ‘আর্মি’। নতুন গানের প্রিমিয়ারের সময় এবং তার পরে উপস্থিত থাকবে বলে আগেই নিশ্চিত করেছিলেন ভক্তরা।