‘ডোজ’ হাতছাড়া করবেন না মাস্ক

টেসলা প্রধান নির্বাহী এবং ক্রিপ্টোকারেন্সি সমর্থক ইলন মাস্ক জানিয়েছেন, তিনি এখনও কোনো ডোজকয়েন বিক্রি করেননি এবং নিজের সংগ্রহে থাকা ডোজকয়েন বিক্রি করবেন না।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2021, 06:34 PM
Updated : 21 May 2021, 06:34 PM

এ মাসের শুরুতে কমেডি স্কেচ ঘরানার টিভি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’–এ মাস্ক ক্রিপ্টোকারেন্সিকে “প্রতারণা” বলেছিলেন। এতে করে প্রভাব পড়েছিল ক্রিপ্টোকারেন্সির দামে।

“হ্যাঁ আমি করিনি এবং কোনো ডোজ বিক্রি করব না,” – বৃহস্পতিবার এক টুইটের উত্তর দিতে গিয়ে জানান তিনি। মাস্ক দাবি করেন, তিনি ডোজকয়েনের “চূড়ান্ত ধারক”।

মাস্ক এ বছর টুইটারে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে অনেক মন্তব্য পোস্ট করেছেন, এতে করে প্রভাব পড়েছে দামে। গত মাসে মাস্ক আরও জানিয়েছেন, বিটকয়েন সংক্রান্ত পরিবেশগত উদ্বেগের টেসলা আর গাড়ি কেনাবেচার জন্য ক্রিপ্টোকারেন্সিটি ব্যবহার করবে না।