মডেল এফ১৯ বাংলাদেশের বাজারে আনলো অপো

এফ সিরিজের মোবাইল ফোন মডেল এফ১৯ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে অপো বাংলাদেশ। এক অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটি দেশের বাজারে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2021, 03:29 PM
Updated : 19 May 2021, 03:29 PM

৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধার ফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্প-আওয়ার ক্ষমতার ব্যাটারি। অপো বলছে, অধিক মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারির হ্যান্ডসেটগুলো সাধারণত বেশ পুরু হলেও অপোর ব্যাটারি প্রযুক্তি হাই-ব্যাক আপ নিশ্চিত করার পাশাপাশি হ্যান্ডসেটটিকেও স্লিম রেখেছে।

“ক্যামেরা, গেইম, ডিজাইন, পারফরমেন্স সবকিছুই যদি আপনি একটি ফোনের মধ্যে খোঁজেন তাহলে আপনার জন্য এফ১৯ হতে পারে সেরা বাছাই।”

ফোনটিতে আছে এমোলেড এফএইচডি পাঞ্চ হোল ডিসপ্লে, ১.৬০ মিলিমিটার এর বেজেল, ৩.০ ফিঙ্গার প্রিন্ট। ৭.৯৫ মি.মি পুরু, ত্রিমাত্রিক কার্ভ ডিজাইন এবং স্লিক বডির ফোনটির ভর ১৭৫ গ্রাম।

বাজেট রেঞ্জের ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার তিন ক্যামেরা। এর প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, ডেপথ ক্যামেরা ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ‘এআই বিউটিফিকেশন’ নামে একটি ফিচারও রয়েছে ফোনটিতে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটওয়ালা ফোনটিতে আছে ছয় জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম।

ফোনটির বাজার মূল্য ২১,৯৯০ টাকা। প্রি-অর্ডারে কেনা ক্রেতাদের অপো দেবে ব্লুটুথ লাউড স্পিকার উপহার।